Shah Rukh Khan: দিল্লির বিয়েতে 'জুবান কেশরী' বলার অনুরোধ; মজাদার উত্তর ভাইরাল, শাহরুখ খান এমন করবেন কে জানত
- Published by:Salmali Das
- trending desk
Last Updated:
Shah Rukh Khan: ক্লিপটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, ভক্তরা শাহরুখের বুদ্ধি আর রসবোধ উদযাপন করছেন। ভাইরাল হওয়া দ্বিতীয় ক্লিপে আবার কনে শাহরুখের সঙ্গে নাচতে অস্বীকৃতি জানান। একই বিয়ের অনুষ্ঠানের একটি অন্য ভিডিও অনলাইনে প্রকাশিত হয়েছে, যেখানে শাহরুখ খানকে জওয়ানের ছালেয়ায় নাচতে দেখা যাচ্ছে।
শাহরুখ খানের সেই বিজ্ঞাপন, অবিস্মরণীয় বিমলের বিজ্ঞাপন বললেই ঠিক হয়, এখন বেশ গুরুতর হয়ে উঠেছে যা দেখা যাচ্ছে। এটা নিয়ে বহু বছর পরেও মানুষ রসিকতা করে চলেছে। আর এখন, এমনকি বিয়েতেও, সুপারস্টাররা এই সম্পর্কিত সংলাপ উচ্চারণ করার কৌতুকপূর্ণ অনুরোধ এড়াতে পারছেন না। দিল্লির একটি হাই-প্রোফাইল বিয়ের একটি নতুন ভাইরাল ভিডিওতে ঠিক সেই মুহূর্তটি দেখানো হয়েছে, যখন একজন কনে মঞ্চে শাহরুখকে বিখ্যাত ‘জুবান কেশরী’ ডায়লগটা শোনাতে বলেছিলেন।
আরও পড়ুনঃ বহু লড়াইয়ের পর দার্জিলিং ম্যান্ডারিন কমলা পেল জিআই ট্যাগ! বাংলার মুকুটে নতুন পালক
ক্লিপে দেখা যাচ্ছে যে শাহরুখ স্বভাবসিদ্ধ হাস্যরস এবং মনোমুগ্ধকর ব্যক্তিত্বের মিশ্রণে অনুরোধটি এড়িয়ে যান। হেসে তিনি কনেকে বলেন, “এক বার বিজনেসওয়ালোঁ কে সাথ বিজনেস কর লো, জান নাহি ছোড়তে। গুটকা ওয়ালে ভি না ইয়ার।” কনে তখনও আশা করেন যে, তিনি সংলাপটি বলবেন না। শাহরুখ স্নেহপূর্ণ ভাবে তাঁর হাত ধরে উত্তর দেন: “হর বার জব করতা হুঁ, পয়সা লেতা হুঁ ডার্লিং। পাপা কো কেহ দেনা তুম।” এই কৌতুকপূর্ণ কথোপকথন এখন ভাইরাল হয়ে গিয়েছে। একজন সোশ্যাল মিডিয়া ইউজার কমেন্ট করেছেন, “আমি দিল্লিতে এই বিয়ের রিসেপশনে ছিলাম- বরের পক্ষের লোকজন ছিল বিমল পান মশলার।” আরেকজন লিখেছেন, “এটা বিলো দি বেল্ট। তথাকথিত সেলিব্রিটিদের জন্য অবশ্যই একটা শিক্ষা।”
advertisement
ক্লিপটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, ভক্তরা শাহরুখের বুদ্ধি আর রসবোধ উদযাপন করছেন। ভাইরাল হওয়া দ্বিতীয় ক্লিপে আবার কনে শাহরুখের সঙ্গে নাচতে অস্বীকৃতি জানান। একই বিয়ের অনুষ্ঠানের একটি অন্য ভিডিও অনলাইনে প্রকাশিত হয়েছে, যেখানে শাহরুখ খানকে জওয়ানের ছালেয়ায় নাচতে দেখা যাচ্ছে। শাহরুখ সুন্দরভাবে হাঁটছেন, হাসছেন এবং কনেকে তাঁর সঙ্গে যোগ দেওয়ার জন্য ইঙ্গিত করছেন। কিন্তু তিনি রাজি নন- স্থির ভাবে দাঁড়িয়ে আছেন, নার্ভাসভাবে হাসছেন।
advertisement
advertisement
Shahrukh Khan danced at some Billionaire’s wedding for money , and even bride refused to dance with him 😭
Warra King khan of Bollywood 🤡 pic.twitter.com/vNe9mCEPFA— Jo Kar (@i_am_gustakh) December 2, 2025
একজন ইউজার ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, “শাহরুখ খান টাকার জন্য এক কোটিপতির বিয়েতে নাচলেন, কিন্তু কনে তাঁর সঙ্গে নাচতে অস্বীকৃতি জানালেন।” এই মুহূর্তটি অনলাইনে মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। কেউ কেউ এটিকে হাস্যকর বলে মনে করেছেন, আবার কেউ কেউ কনের পক্ষে কথা বলেছেন, তাঁরা মনে করছেন যে কনে ভারতের অন্যতম বড় স্টারের সামনে নাচতে লজ্জা পেয়েছিলেন।
advertisement
রেড কার্পেট থেকে দূরে থাকলেও শাহরুখ সোশ্যাল মিডিয়ায় আধিপত্য বিস্তার করে চলেছেন, যা দেখা যাচ্ছে। তবে হাতে পর পর কাজ ঠিকই রয়েছে। তাঁর পরবর্তী ছবি, বহুল প্রতীক্ষিত কিং ২০২৬ সালে মুক্তি পাবে। প্রতিবেদন অনুসারে, শাহরুখ এখানে অতিথি চরিত্রে অভিনয় করবেন, যা ইতিমধ্যেই কৌতূহল তৈরি করেছে। আনুষ্ঠানিক মুক্তির তারিখ এখনও ঘোষণা করা হয়নি। কিং-এর পর শাহরুখের পাঠান ২-এর মাধ্যমে ওয়াইআরএফ স্পাই ইউনিভার্সে ফিরে আসার আশা করা হচ্ছে, যা সাম্প্রতিক বছরগুলির সবচেয়ে প্রত্যাশিত অ্যাকশন সিক্যুয়েলগুলির মধ্যে একটি হতে চলেছে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 04, 2025 5:28 PM IST

