ভিকি কৌশল এই নায়িকাকেই চুমু খেতে সবচেয়ে বেশি ভালবাসেন
Last Updated:
#মুম্বই: ভিকি কৌশল কিন্তু চুমু খেতে ভালই পারেন। ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে গিয়ে তিনি রণবীর কাপুরকে প্রকাশ্যে চুমুও খেয়েছেন। এছাড়াও তাঁর চুমুর লিস্টে রয়েছে আলিয়া ভাট, তাপসী পান্নু, শ্বেতা ত্রিপাঠীর নাম। অভিনয়ের জন্য তিন নায়িকাই বিখ্যাত। এই তিন নায়িকাকেই বিভিন্নভাবে চুমু খেয়েছেন ভিকি কৌশল। কিন্তু কোন চুমুটা ছিল সেরা, তা বলতে গিয়ে একটু নার্ভাসই হয়ে গেলেন ভিকি। নায়িকাদের চুমু খাওয়ার প্রশ্ন যখন তখন তো ভাবতেই হবে। কাউকে যদি বেশি ভাল বলে ফেলেন, তাহলে বাকিরা যদি ভিকি বয়কট করেন? তবে ভয় পেলেও সত্যিটা বলেই ফেললেন ভিকি।
সম্প্রতি এক সাক্ষাত্কারে ভিকি বলেন, ‘‘এখনও পর্যন্ত আমার সেরা অনস্ক্রিন চুমু ‘মাসান’-এ। শ্বেতার সঙ্গে। আসলে সিনটা এমন ছিল যেখানে দুটো ছেলে-মেয়ে প্রথমবার চুমু খাচ্ছে। মজাটা নিচ্ছে। ফলে একটা নার্ভাসনেস ছিল।’’ তার মানে ভিকির লিস্টে শ্বেতাই সবার আগে রয়েছেন। যদিও 'মাসান'-এর চুমু দৃশ্যটা সত্যিই অনবদ্য ছিল। তবে 'মাসান' থেকেও বেশি হিট হয়েছে ভিকির 'উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক' এই ছবির পর ভিকির জনপ্রিয়তা বেড়ে গিয়েছে অনেকগুণ। মেয়েরা তো এমনিই পাগল তাঁর জন্য । তবে শ্বেতাই ভিকির জীবনের সেরা চুমু কন্যা।
Location :
First Published :
March 26, 2019 1:21 PM IST