Vicky Kaushal Katrina Kaif Wedding Date: অবশেষে জানা গেল বিয়ের দিনক্ষণ, চারহাত কবে এক ভিকি কৌশল ক্যাটরিনা কাইফের?

Last Updated:

বলিউড সূত্রের জোর খবর, আগামী ডিসেম্বরেই বিয়ে করছেন ভিকি ও ক্যাটরিনা (Vicky Kaushal Katrina Kaif Wedding Date)।

অবশেষে জানা গেল বিয়ের দিনক্ষণ, চারহাত কবে এক ভিকি কৌশল ক্যাটরিনা কাইফের?
অবশেষে জানা গেল বিয়ের দিনক্ষণ, চারহাত কবে এক ভিকি কৌশল ক্যাটরিনা কাইফের?
#মুম্বই: বলিউডে কান পাতলে এখন সবচেয়ে বড় গুঞ্জন ভিকি কৌশল (Vicky Kaushal) ও ক্যাটরিনা কাইফের (Katrina Kaif) বিয়ের। দুই অভিনেতার তরফে সরাসরি এখনও কিছু ঘোষণা না করা হলেও, বলিউড সূত্রের জোর খবর, আগামী ডিসেম্বরেই বিয়ে করছেন ভিকি ও ক্যাটরিনা (Vicky Kaushal Katrina Kaif Wedding Date)। জায়গা, পোশাকের পর এবার বিয়ের দিনক্ষণও পাকা হয়ে গিয়েছে তাঁদের। শোনা যাচ্ছে, রাজস্থানে এলাহি ভাবে ৭ থেকে ৯ ডিসেম্বর, ২০২১-এ বসতে চলেছে বিয়ের আসর (Vicky Kaushal Katrina Kaif Wedding Date)। দুই পরিবার মিলেই জোরকদমে বিয়ের প্রস্তুতি শুরু করে দিয়েছে। জানা গিয়েছে, ই-কার্ডের মাধ্যমেই ভিকি ও ক্যাটরিনা সকলকে আমন্ত্রণ জানাতে চলেছেন (Vicky Kaushal Katrina Kaif Wedding Date)।
বলিউডের কাউকেই বিশেষ এখনও ডাকা হয়নি। তবে মেকআপ আর্টিস্ট, পোশাকের ডিজাইনার এবং রেসর্টের কর্মীদের এই দিন জানিয়ে দেওয়া হয়েছে। যাতে তাঁরা ওই দিন অন্য কোনও কাজে নিয়োজিত না হন। জানা গিয়েছে, ক্যাটরিনার তরফে সলমান খান ও তাঁর গোটা পরিবারই রাজস্থানে থাকবেন ৭-৯ ডিসেম্বর। বিশাল করে পঞ্জাবি মতে বিয়ে হবে ভিকি ও ক্যাটরিনার। হলদি, মেহেন্দি, ফেরে ও ক্যাথলিক বিয়ের আসর বসবে এই তিন দিনে।
advertisement
আরও পড়ুন: ৭০০ বছরের পুরনো প্রাসাদে বিয়ে ক্যাটরিনা-ভিকির! রাজস্থানের এই রাজবাড়ি চিনে নিন
ক্যাটরিনা ও ভিকির বিয়ে নিয়ে এমনিতেই দর্শকমহলে তুমুল উত্তেজনা তৈরি হয়েছে। সম্প্রতি বলিউড লাইফ নামে একটি সংবাদসংস্থা তাদের এক্সক্লুসিভ সাক্ষাৎকারে এই বিয়ে নিয়ে একটি রিপোর্ট পেশ করেছে। এবং ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ (Katrina Kaif Vicky Kaushal Wedding) যে বেশ অনেকদিন ধরেই প্রেমের সম্পর্কে রয়েছেন, তেমনও দাবি করা হয়েছে সেই রিপোর্টে। বলিউড লাইফের রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ তাঁদের বিয়ে একদম ফাইনাল করে ফেলেছেন। ডিসেম্বরের প্রথম সপ্তাহেই রাজস্থানের সাওয়াই মাধোপুরের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারাতে জাঁকজমকপূর্ণ বিয়ের আসর বসতে চলেছে।
advertisement
advertisement
আরও পড়ুন: আলিয়া-রণবীর শীগগির বিয়ের পিঁড়িতে বসছেন? পাত্রীর মা কি কোনও সুখবর দিলেন
সূত্রের খবর হিসেবে তাদের দাবি ছিল, 'সব্যসাচী ক্যাটরিনা ও ভিকির বিয়ের পোশাক ডিজাইন করছেন। তাঁরা এরই মধ্যে পোশাক পছন্দ করেছেন। র সিল্কের কাপড়ে ক্যাটরিনা পোশাক বাছাই করেছেন। সেটি হতে চলেছে লেহেঙ্গা। নভেম্বর-ডিসেম্বরেই হবে বিয়ে।' ভিকি ও ক্যাটরিনার বিয়ের আসর কোথায় বসবে তাও জানিয়েছিল ই-টাইমস।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Vicky Kaushal Katrina Kaif Wedding Date: অবশেষে জানা গেল বিয়ের দিনক্ষণ, চারহাত কবে এক ভিকি কৌশল ক্যাটরিনা কাইফের?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement