আইপিএল-এ পারফর্ম করার জন্য রণবীরের থেকেও বেশি পারিশ্রমিক পাচ্ছেন এই তারকা!

Last Updated:
#মুম্বই: সামনেই আইপিএল-এর উদ্বোধন ৷ আর উদ্বোধনী অনুষ্ঠানের জন্য বরাদ্দ মাত্র ৪৫ মিনিট ৷ সেই অনুষ্ঠানকে জমকালো করতে কোনওরকম কসুর করছে না আয়োজকরা ৷ আর এই অনুষ্ঠানে পারফর্ম করার জন্য বলি তারকাদের পারিশ্রমিক নিয়ে যে তথ্য পাওয়া গিয়েছিল, তা ছিল চোখ কপালে ওঠার মতো ৷ মাত্র ১৫ মিনিটের পারফরম্যান্সের জন্য ৫ কোটি টাকা নিচ্ছেন রণবীর সিং ৷ এই খবরে বেশ হকচকিয়ে গিয়েছিলেন তাঁর ফ়্যানেরা ৷
তবে জানা যাচ্ছে আইপিএল-এ পারফর্ম করার জন্য রণবীরের থেকেও বেশি পারিশ্রমিক নিচ্ছেন অন্য এক তারকা ৷ ১৫ মিনিটের পারফরম্যান্সের জন্য রণবীরের থেকেও বেশি টাকা পাচ্ছেন বরুণ ধাওয়ান ৷ তিনি পাচ্ছেন ৬ কোটি টাকা ৷
24332561_567000240304089_6924646913731985408_n
advertisement
এই মুহূর্তে একের পর এক হিট দিয়ে যাচ্ছেন এই দুই তারকা ৷ সিলভার স্ক্রিনে অভিনয়ের দক্ষতার প্রমাণ দিয়েছেন দু’জনেই ৷ তবে আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে পারিশ্রমিক নেওয়ার ক্ষেত্রে কেন এই পার্থক্য?
advertisement
আয়োজকদের দাবি, তরুণদের মধ্যে বরুণ বেশ জনপ্রিয়। আর আইপিলে দর্শকদের বিরাট অংশ জুড়ে থাকবেন তরুণ প্রজন্মের মানুষজন । তাই তাঁকে এত বিশাল অঙ্কের পারিশ্রমিক দেওয়া হচ্ছে।
এ বিষয়ে ওই সূত্র বলেন, ‘সাধারণ মানুষের সঙ্গে বরুণের সংযোগটা ভালো। এ ছাড়া তরুণদের মধ্যে তার ঝুলিতে রয়েছে চার্টের শীর্ষে থাকা সবচেয়ে বেশি গান। ‘বদ্রিনাথ কি দুলহানিয়া’ থেকে শুরু করে ‘জুড়ুয়া-টু’ ও অন্যান্য সিনেমার গানে পারফর্ম করবেন তিনি। কয়েকটি গানে জ্যাকলিনের সঙ্গে তাঁকে পারফর্ম করতে দেখা যেতে পারে।’
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
আইপিএল-এ পারফর্ম করার জন্য রণবীরের থেকেও বেশি পারিশ্রমিক পাচ্ছেন এই তারকা!
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement