এই বলি নায়িকার আধার কার্ড জাল করে পাঁচ তারা হোটেলে ঘর বুক করা হল
Last Updated:
তাঁর নামে পাঁচ তারা হোটেলে রুম বুক করা হয়েছে ৷ আধার কার্ডের মতো ‘বৈধ’ নথি দেখিয়ে সমস্ত নিয়ম মেনেই বুক হয়েছে সেই ঘর ৷ অথচ সে কথা জানেনই না খোদ নায়িকা ৷
#মুম্বই: তাঁর নামে পাঁচ তারা হোটেলে রুম বুক করা হয়েছে ৷ আধার কার্ডের মতো ‘বৈধ’ নথি দেখিয়ে সমস্ত নিয়ম মেনেই বুক হয়েছে সেই ঘর ৷ অথচ সে কথা জানেনই না খোদ নায়িকা ৷ হোটেলের এক কর্মচারী এসে তাঁকে রুম বুকিংয়ের কথা বলায় যেন আকাশ থেকে পড়লেন অভিনেত্রী ঊর্বষী রাউতেলা ৷
advertisement
ঘটনাটি প্রকাশ্যে আসে মঙ্গবার রাতে ৷ ওই দিন বান্দ্রার একটি পাঁচ তারা হোটেলে এক অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন অভিনেত্রী ৷ অনুষ্ঠানের ফাঁকে হোটেলর এক কর্মচারী তাঁকে এসে জানায়, হোটেলে তাঁর রুম বুক করা আছে ৷ এতেই আশ্চর্য হয়ে যান তিনি ৷ কারণ এই হোটেলে কোনও রুম ভাড়া নেননি তিনি ৷ নিজের সেক্রেটারিকে জিজ্ঞাসা করে সেই সম্বন্ধে আরও নিশ্চিত হয়ে যান ঊর্বসী ৷ হোটেল জিজ্ঞাসাবাদ করার পর উঠে আসে আসল তথ্য ৷ জানা যায়, অভিনেত্রীর জাল আধার কার্ড বের করে কোনও এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি এই কাজ করেছে ৷
advertisement
এরপরেই বাদ্রা থানায় অভিযোগ দায়ের করেন ঊর্বসী ৷ অজ্ঞাত পরিচয় ওই ব্যাক্তির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪২০ এবং ৪৪৮ ধারায় মামলা রুজু করেছে পুলিশ ৷
advertisement
এই ঘটনায় ফের উঠে এল আধারে ব্যক্তিগত তথ্য গোপনীয়তা প্রসঙ্গ ৷ আধার তথ্য কতটা সুরক্ষিত, তা নিয়ে বারেবারেই প্রশ্ন উঠেছে। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া(ইউআইডিএআই) যদিও এই সন্দেহকে উড়িয়ে দিয়েছে একাধিকবার, তারপরেও ঊর্বসীর ঘটনা প্রশ্ন তুলে দিল আবারও ৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 29, 2018 2:15 PM IST