কী বলছেন হৃতিক ? দয়া করে হেডফোনে শুনুন
Last Updated:
ভিডিওটি শোনার সময় দয়া করে হেডফোনটি ব্যবহার করুন ৷ এমনটাই অনুরোধ করেছেন স্বয়ং হৃতিক রোশন ৷ কিন্তু কেন ? কী এমন আছে সেই ভিডিওতে ? কী কথাই বা বলছেন নায়ক ? যা শোনার জন্য হেডফোন ব্যবহার করা আবশ্যিক ?
#মুম্বই: ভিডিওটি শোনার সময় দয়া করে হেডফোনটি ব্যবহার করুন ৷ এমনটাই অনুরোধ করেছেন স্বয়ং হৃতিক রোশন ৷ কিন্তু কেন ? কী এমন আছে সেই ভিডিওতে ? কী কথাই বা বলছেন নায়ক ? যা শোনার জন্য হেডফোন ব্যবহার করা আবশ্যিক ?
গতকাল ছিল হৃতিকের বড় ছেলে রেহানের জন্মদিন ৷ সেই উপলক্ষেই একটি ভিডিও শুট করেন হৃতিক ৷ সাদা-কালোয় হৃতিকের সেই ভিডিও পোস্ট হওয়ার সঙ্গে ভাইরাল সেটি ৷ মাত্র ১ মিনিট ২৮ সেকেণ্ডের সেই ভিডিওতে ভয় কে জয় করার যেন নতুন মন্ত্র শেখালেন তিনি ৷
advertisement
advertisement
‘ডর সে মত ডর...আগে বর’ এটাই ছিল তাঁর বক্তব্যের মূল কথা ৷ টুইটারে ভিডিওটির ক্যাপশনে তিনি লেখেন, দেশের সমস্ত পুত্র, কন্যা এবং সেই শিশু যে আমাদের প্রত্যেকের মধ্যে রয়েছে তাদের সকলের জন্য এই ভিডিও ৷
advertisement
ভিডিওতে নিজের জীবনের টুকরো ঘটনাও শেয়ার করেছেন নায়ক ৷ একটা সময় ছিল যখন লোকে বলত, ছয় আঙুল নিয়ে একটা ছেলে কখনও শিল্পী হতে পারবে না ৷ সেটাও এক ধরণের ভয় ৷ এই ভয়টাই একদিন আমাদের মধ্যে চেপে বসে ৷ জীবনের প্রতিটি বাঁকে আমাদের ভয় দেখায় ৷ বলে তুমি কিচ্ছু পারবে না ৷ কিন্তু সে কখনও লিখে দিতে পারে না এই কথা ৷ তাই আমাদের ভয়কে জয় করতে হবে ৷ তার চোখে চোখ রাখতে হবে ৷ নিজের দুর্বলতাকেই নিজের শক্তি করতে হবে ৷ তা হলে দেখবে ভয়ই একদিন তোমাকে ভয় পেতে শুরু করেছে ৷ সেখান থেকেই শুরু হবে তোমার জিত- এমটাই বললেন দুই পুত্র সন্তানের গর্বিত বাবা ৷
advertisement
To all our sons and daughters and to the child within us all. Sharing something I wrote . ( headphones please) pic.twitter.com/e6eROF770t
— Hrithik Roshan (@iHrithik) March 28, 2018
Location :
First Published :
March 29, 2018 9:13 AM IST