বিজয় মালিয়ার হ্যাট্রিক ! এয়ার হোস্টেস পিঙ্কি লালওয়ানির সঙ্গে বিয়ে করছেন 'দ্য ব্যাড বয়'

Last Updated:

হ্যাট্রিক করছেন বিজয় মালিয়া। শোনা যাচ্ছে, আর কিছুদিনের মধ্যেই নাকী তিনি সেরে ফেলছেন তাঁর তৃতীয় বিবাহ! বয়স? বেসি না! মাত্র ৬২!

#মুম্বই: হ্যাট্রিক করছেন বিজয় মালিয়া। শোনা যাচ্ছে, আর কিছুদিনের মধ্যেই নাকী তিনি সেরে ফেলছেন তাঁর তৃতীয় বিবাহ! বয়স? বেসি না! মাত্র ৬২! আর বড়স তো বাড়ে শুধু ক্যালেন্ডারে, মনের দিক দিয়ে তো তিনি এখনও টগবগে রেসের ঘোড়া!
পাত্রী পিঙ্কি লালওয়ানি। বয়সে মালিয়ার থেকে অনেক ছোট! ২০১১-এ পিঙ্কির সঙ্গে বিজয়ের প্রথম আলাপ। 'কিংফিশার এয়ারলাইন্স'-এ পিঙ্কিকে চাকড়ি দেন মালিয়া। ব্যস! তারপর থেকেই, নানা ইভেন্ট, নানা অনুষ্ঠানে একসঙ্গে দেখা যেতে লাগল কপোত কপোতিকে! লিভ-ইন করাও শুরু করলেন বিজয়, পিঙ্কি। এমনকী, বিজয়ের মায়ের সঙ্গেও 'কোয়ালিটি টাইম' কাটাতেন সুন্দরী।
advertisement
advertisement
২০১৬-১৭ সালে কতই না রঙ্গ দেখালেন মালিয়া! ৯০০০ কোটি টাকা জালিয়াতির অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে! দায়ের হয় মামলা! কিন্তু তিনি নিজেকে দেউলিয়া ঘোষণা করে, ভারতের পাট চুকিয়ে, বাসা বাঁধেন লন্ডনে! আর এই দুর্দিনে, তাঁর পাশে আর কেউ থাকুন না থাকুন, ছিলেন পিঙ্কি লালওয়ানি।
advertisement
মালিয়ার প্রাক্তন স্ত্রী সমীরা তাবজি । তিনিও ছিলেন এয়ার হোস্টেস। তাঁর বর্তমান স্ত্রী রেখা মালিয়াও 'এয়ার ইন্ডিয়া'-র প্রাক্তন এয়ার হোস্টেস। রেখার সঙ্গে এখনও আইনিভাবে বিচ্ছেদ হয়নি 'লিকার ব্যারন'-এর।
সম্প্রতি বিজয়, পিঙ্কি উদযাপন করলেন তাঁদের সম্পর্কর তৃতীয় বর্ষ। !যদিও, বিয়ে নিয়ে দু'জনেই এখনও মুখ খোলেননি, কিন্তু বিস্বস্ত সূত্রের খবর, লন্ডনেই আয়োজিত হবে বিলাসবহুল এই বিয়ে।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
বিজয় মালিয়ার হ্যাট্রিক ! এয়ার হোস্টেস পিঙ্কি লালওয়ানির সঙ্গে বিয়ে করছেন 'দ্য ব্যাড বয়'
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement