সলমনের বিরুদ্ধে কৃষ্ণষার হরিণ শিকার মামলার চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা হবে ৫ এপ্রিল
Last Updated:
বলিউডের 'ভাইজান' সলমন খানের বিরুদ্ধে দায়ের হওয়া কোঙ্কনি কৃষ্ণষার হরিণ শিকার মামলার চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা হবে ৫ এপ্রিল। এমনটাই জানানো হল যোধপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রুরাল কোর্ট-এর তরফে।
#যোধপুর, রাজস্থান: বলিউডের 'ভাইজান' সলমন খানের বিরুদ্ধে দায়ের হওয়া কোঙ্কনি কৃষ্ণষার হরিণ শিকার মামলার চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা হবে ৫ এপ্রিল। এমনটাই জানানো হল যোধপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রুরাল কোর্ট-এর তরফে।
সলমন ছাড়াও, সেফ আলি খান, নীলম, তব্বু, সোনালী বেন্দ্রে ও দুষ্মন্ত সিং নামের এক স্থানীয় ব্যক্তির বিরুদ্ধেও ওই একই মামলায় অভিযোগ দায়ের হয়েছিল।
advertisement
advertisement
আজ ছিল এই মামলার শুনানির শেষ দিন। আদালতে হাজির ছিলেন সরকার ও অভিযুক্তদের উকিল। খালি ছিলেন না সলমন খানের উকিল হস্তিমল সারস্বত।
সুরজ বরজাতিয়ার ছবি, 'হাম সাথ সাথ হ্যায়'-এর শুটিং চলাকালীন সেফ, নীলম, সোনালী ও তব্বুর সঙ্গে রাজস্থানের কোঙ্কনী অঞ্চলে শিকারে যান সলমন। গুলি করেন ২টি বিরল প্রযাতির কৃষ্ণশার হরিণ। হরিণ দু'টি সঙ্গে সঙ্গেই মারা যায়।
advertisement
এই ঘটনার পর, স্থানীয় বিষ্ণোই সম্প্রদায় ব্যাপক সরব হয়ে ওঠে। স্থানীয় ওই ব্যক্তির পাশাপাশি মামলা দায়ের হয় ৫ অভিনেতার নামে।
Location :
First Published :
March 28, 2018 5:52 PM IST