Tokyo Olympics 2020: ‘চক দে ইন্ডিয়া’-র কবীর খান থেকে ‘গোল্ড’-এর তপন দাস, অলিম্পিক্সে হকিতে ব্রোঞ্জজয়ে উচ্ছ্বসিত বলিউড

Last Updated:

৪১ বছরের খরা কাটিয়ে অলিম্পিকে (Tokyo Olympics 2020) ভারতের পদক লাভ হকিতে ৷ সারা দেশের সঙ্গে উচ্ছ্বসিত বলিউডও (Bollywood) ৷

মুম্বই : ৪১ বছরের খরা কাটিয়ে অলিম্পিকে (Tokyo Olympics 2020) ভারতের পদক লাভ হকিতে ৷ সারা দেশের সঙ্গে উচ্ছ্বসিত বলিউডও (Bollywood) ৷ সকলেরই নজর ছিল শাহরুখ খানের ট্যুইটার হ্যান্ডলের দিকে ৷ কী বলেন পর্দার ‘চক দে! ইন্ডিয়া’-র নায়ক? নেটিজেনদের নিরাশ করেননি কিং খান ৷ ভারতের ব্রোঞ্জপ্রাপ্তির সকালে তিনি অভিনন্দন জানিয়েছেন ভারতীয় হকি দলকে ৷ লিখেছেন, ‘‘প্রতিরোধ ক্ষমতা এবং দক্ষতা শীর্ষে ৷ কী রোমাঞ্চকর ম্যাচ ছিল৷’’
advertisement
‘স্বদেশ’-এর নায়কের পাশাপাশি দেশের গর্বের দিনে আপ্লুত অক্ষয়কুমারও ৷ ‘গোল্ড’-এর তপন দাস ট্যুইট করেছেন, ‘‘পুনরায় ইতিহাস তৈরির জন্য টিম ইন্ডিয়াকে ধন্যবাদ ৷ ৪১ বছর পর অলিম্পিকে পদক! কী ম্যাচ! কী কামব্যাক!’’
advertisement
সংক্ষিপ্ত বক্তব্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তাপসী পন্নুও ৷ লিখেছেন, ‘এবং এটা ব্রোঞ্জপদক!!!!!’
advertisement
ভারতীয় হকির ইতিহাসে নতুন মাইলফলকের সামনে দাঁড়িয়ে খেলোয়াড়দের অভিনন্দন জানিয়েছেন স্বানন্দ কিরকিরেও ৷ গীতিকার, গায়ক, অভিনেতা তথা সহকারী পরিচালক কিরকিরে লিখেছেন, ‘‘জবরদস্ত!! ইন্ডিয়া!! ইন্ডিয়া!!’’
ভারতীয় দলের পাশাপাশি ভাল খেলার জন্য জার্মানিকেও অভিনন্দন জানিয়েছেন অভিনেতা রাহুল বোস ৷ জাতীয় হকি দলকে স্পনসর করার জন্য রাহুল তাঁর অভিনন্দনবার্তায় উল্লেখ করেছেন ওড়িশা সরকারের ক্রীড়া বিভাগের কথাও ৷
advertisement
প্রসঙ্গত ২০১৮ সালে জাতীয় হকি দলের পৃষ্ঠপোষকের ভূমিকা থেকে সরে দাঁড়ায় সহারা ৷ সে সময় এগিয়ে আসেন নবীন পট্টনায়ক ৷ হকির জাতীয় পুরুষ ও মহিলা দলের প্রধান পৃষ্ঠপোষকের ভূমিকা নেয় ওড়িশা সরকার ৷ ৫ বছরের জন্য চুক্তি হয়  ৷
advertisement
নবীন বলেছিলেন, ‘‘ওড়িশার তরফে এটা দেশকে উপহার ৷ ’’ তাঁর রাজ্যের আদিবাসীপ্রধান এলাকায় হকিকে জীবনধারণের অন্যতম উপায় বলে বর্ণনা করে ওড়িশার মুখ্যমন্ত্রী বলেছিলেন, ‘‘সেখানে হকি স্টিক ধরেই প্রথম হাঁটতে শেখে শিশুরা ৷’’ দুন স্কুলে পড়াশোনার সময় নবীন পট্টনায়ক নিজেও হকি খেলতেন ৷ তিনি ছিলেন দলের গোলকিপার ৷
টোকিয়ো অলিম্পিক্সে বৃহস্পতিবার ম্যাচের শুরুতেই ১ গোলে পিছিয়ে পড়ে ভারত। একসময় সেই ব্যবধান বেড়ে যায় ১-৩ অবধি ৷ কিন্তু দ্বিতীয় কোয়ার্টারেই ম্যাচে ফেরে ভারত। দুই গোল শোধ করে ফিরে আসেন মনপ্রীতরা। তৃতীয় কোয়ার্টারে জার্মানির বিরুদ্ধে ৫-৩ গোলে এগিয়ে যান তাঁরা ৷ চতুর্থ কোয়ার্টারে কঠিন লড়াইয়ে শেষ মুহূর্তে একটি গোল শোধ করে জার্মানি। ৫-৪ ফলাফলে জয়মাল্য তথা ব্রোঞ্জ পদক পরে টিম ইন্ডিয়া ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Tokyo Olympics 2020: ‘চক দে ইন্ডিয়া’-র কবীর খান থেকে ‘গোল্ড’-এর তপন দাস, অলিম্পিক্সে হকিতে ব্রোঞ্জজয়ে উচ্ছ্বসিত বলিউড
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement