মুম্বই : ৪১ বছরের খরা কাটিয়ে অলিম্পিকে (Tokyo Olympics 2020) ভারতের পদক লাভ হকিতে ৷ সারা দেশের সঙ্গে উচ্ছ্বসিত বলিউডও (Bollywood) ৷ সকলেরই নজর ছিল শাহরুখ খানের ট্যুইটার হ্যান্ডলের দিকে ৷ কী বলেন পর্দার ‘চক দে! ইন্ডিয়া’-র নায়ক? নেটিজেনদের নিরাশ করেননি কিং খান ৷ ভারতের ব্রোঞ্জপ্রাপ্তির সকালে তিনি অভিনন্দন জানিয়েছেন ভারতীয় হকি দলকে ৷ লিখেছেন, ‘‘প্রতিরোধ ক্ষমতা এবং দক্ষতা শীর্ষে ৷ কী রোমাঞ্চকর ম্যাচ ছিল৷’’
Wow!! Indian Men’s Hockey Team Congratulations. Resilience and skill at its peak. What an exciting match.
— Shah Rukh Khan (@iamsrk) August 5, 2021
‘স্বদেশ’-এর নায়কের পাশাপাশি দেশের গর্বের দিনে আপ্লুত অক্ষয়কুমারও ৷ ‘গোল্ড’-এর তপন দাস ট্যুইট করেছেন, ‘‘পুনরায় ইতিহাস তৈরির জন্য টিম ইন্ডিয়াকে ধন্যবাদ ৷ ৪১ বছর পর অলিম্পিকে পদক! কী ম্যাচ! কী কামব্যাক!’’
Congratulations Team India on rewriting history! An Olympic medal after 41 years! What a match, what a comeback! #Tokyo2020 pic.twitter.com/3mdym3Cupa
— Akshay Kumar (@akshaykumar) August 5, 2021
সংক্ষিপ্ত বক্তব্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তাপসী পন্নুও ৷ লিখেছেন, ‘এবং এটা ব্রোঞ্জপদক!!!!!’
And it’s a bronze !!!!!!! 💪🏾 https://t.co/xaZp4Mvwkl
— taapsee pannu (@taapsee) August 5, 2021
ভারতীয় হকির ইতিহাসে নতুন মাইলফলকের সামনে দাঁড়িয়ে খেলোয়াড়দের অভিনন্দন জানিয়েছেন স্বানন্দ কিরকিরেও ৷ গীতিকার, গায়ক, অভিনেতা তথা সহকারী পরিচালক কিরকিরে লিখেছেন, ‘‘জবরদস্ত!! ইন্ডিয়া!! ইন্ডিয়া!!’’
Zabardast!!! India india !!! https://t.co/wQkiGGs0RA
— Swanand Kirkire (@swanandkirkire) August 5, 2021
ভারতীয় দলের পাশাপাশি ভাল খেলার জন্য জার্মানিকেও অভিনন্দন জানিয়েছেন অভিনেতা রাহুল বোস ৷ জাতীয় হকি দলকে স্পনসর করার জন্য রাহুল তাঁর অভিনন্দনবার্তায় উল্লেখ করেছেন ওড়িশা সরকারের ক্রীড়া বিভাগের কথাও ৷
The Indian men’s hockey team. You beauties. Well played, Germany. #OlympicBronze Congratulations @sports_odisha !
— Rahul Bose (@RahulBose1) August 5, 2021
প্রসঙ্গত ২০১৮ সালে জাতীয় হকি দলের পৃষ্ঠপোষকের ভূমিকা থেকে সরে দাঁড়ায় সহারা ৷ সে সময় এগিয়ে আসেন নবীন পট্টনায়ক ৷ হকির জাতীয় পুরুষ ও মহিলা দলের প্রধান পৃষ্ঠপোষকের ভূমিকা নেয় ওড়িশা সরকার ৷ ৫ বছরের জন্য চুক্তি হয় ৷
নবীন বলেছিলেন, ‘‘ওড়িশার তরফে এটা দেশকে উপহার ৷ ’’ তাঁর রাজ্যের আদিবাসীপ্রধান এলাকায় হকিকে জীবনধারণের অন্যতম উপায় বলে বর্ণনা করে ওড়িশার মুখ্যমন্ত্রী বলেছিলেন, ‘‘সেখানে হকি স্টিক ধরেই প্রথম হাঁটতে শেখে শিশুরা ৷’’ দুন স্কুলে পড়াশোনার সময় নবীন পট্টনায়ক নিজেও হকি খেলতেন ৷ তিনি ছিলেন দলের গোলকিপার ৷
টোকিয়ো অলিম্পিক্সে বৃহস্পতিবার ম্যাচের শুরুতেই ১ গোলে পিছিয়ে পড়ে ভারত। একসময় সেই ব্যবধান বেড়ে যায় ১-৩ অবধি ৷ কিন্তু দ্বিতীয় কোয়ার্টারেই ম্যাচে ফেরে ভারত। দুই গোল শোধ করে ফিরে আসেন মনপ্রীতরা। তৃতীয় কোয়ার্টারে জার্মানির বিরুদ্ধে ৫-৩ গোলে এগিয়ে যান তাঁরা ৷ চতুর্থ কোয়ার্টারে কঠিন লড়াইয়ে শেষ মুহূর্তে একটি গোল শোধ করে জার্মানি। ৫-৪ ফলাফলে জয়মাল্য তথা ব্রোঞ্জ পদক পরে টিম ইন্ডিয়া ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Akshay Kumar, Bollywood, Rahul bose, Shahrukh Khan, Swanand kirkire, Tapsee Pannu, Tokyo Olympics 2020