Tiger Shroff | Jackie Shroff: 'টাইগারকে করিনা কাপুরের মতো দেখতে?' ক্ষোভ উগড়ে দিলেন জ্যাকি শ্রফ

Last Updated:

Tiger Shroff | Jackie Shroff: বহুবার নেটিজেনরা ট্রোল করে বলেছেন, টাইগারকে মহিলাদের মতো দেখতে। এবার এসবের বিরুদ্ধে মুখ খুললেন টাইগারের বাবা অভিনেতা জ্যাকি শ্রফ (Jackie Shroff)।

'টাইগারকে করিনা কাপুরের মতো দেখতে?' ক্ষোভ উগড়ে দিলেন জ্যাকি শ্রফ
'টাইগারকে করিনা কাপুরের মতো দেখতে?' ক্ষোভ উগড়ে দিলেন জ্যাকি শ্রফ
#মুম্বই: তারকাদের প্রায়ই ট্রোলিং এর শিকার হতে হয়। ব্যতিক্রম নন অভিনেতা টাইগার শ্রফও (Tiger Shroff)। একাধিকবার ট্রোলিং এর শিকার হয়েছেন তিনি। বিশেষ করে চেহারার জন্য তাঁকে নিয়ে ট্রোল করা হয়েছে। এবার এসবের বিরুদ্ধে মুখ খুললেন টাইগারের বাবা অভিনেতা জ্যাকি শ্রফ (Jackie Shroff)। বহুবার নেটিজেনরা ট্রোল করে বলেছেন, টাইগারকে মহিলাদের মতো দেখতে। তাঁকে নাকি করিনা কাপুরের খানের মতো দেখতে।
জ্যাকি দাবি করেন, আমার ছেলে বলেই যে টাইগার (Tiger Shroff) দাড়ি নিয়ে জন্মাবে এমন কোনও মানে নেই। জ্যাকি বলছেন, "ও কেন মাচো নয় এসব বলা হয়। ওর তো এখনও কম বয়স। ও এখনও বড় হচ্ছে। ও বড় হবে। আমি খুশি যে মানুষ যেমন আশা করেছে, ওকে তেমনই দেখতে হয়নি। জ্যাকির ছেলে বলেই যেন একমুখ দাড়ি নিয়ে জন্মাতে হবে। ওকে করিনার সঙ্গে তুলনা করা হয়।"
advertisement
জ্যাকি আরও বলছেন, "টাইগারকে নিয়ে এত মিম, ট্রোল হয়। কিন্তু ওর উত্তরগুলি আপনাদের দেখা উচিত। ও কিন্তু কুল। ও নিজের কাজ কী সেটা জানে। পর্দায় লড়াই করার সময়ে অথবা নাচার সময়ে ও বাঘের মতোই দেখতে লাগে। একজন পুরুষ যখন অ্যাকশন দৃশ্যে ভালো হয়, সে নাচে অতটা ভালো হয় না সাধারণত। কিন্তু ও দুটোই ভালো করে।"
advertisement
advertisement
কিছুদিন আগে আরবাজ খানের টক শো-য় খোলাখুলি টাইগার (Tiger Shroff) বলেছিলেন, কীভাবে তাঁর চেহারার জন্য তাঁকে কেরিয়ারে নানা রকমের কুকথা শুনতে হয়েছে। টাইগার বলেছিলেন, "ছবি মুক্তির আগেও আমার চেহারার জন্যই আমায় অনেকে ট্রোলড করেছে। কেউ বলত, এ কি হিরো নাকি হিরোইন? দেখে জ্যাকি শ্রফের ছেলে মনেই হয় না। আপনার কাছে সবকিছু আছে। শুধু দাড়ি নেই।"
advertisement
অভিনেতা আরও বলেছিলেন, "যখন কেউ আপনাকে বুলি করবে বা ট্রোল করবে, তখন বুঝবেন যে আপনি তাদের উপর প্রভাব ফেলেছেন। আমি আজ যা হয়েছি, দর্শকদের জন্যই হয়েছি। যতক্ষণ আমি আপনাদের হৃদয়ে ১ নম্বর আছি, ততক্ষণ ওটাই আমার কাছে সব।"
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Tiger Shroff | Jackie Shroff: 'টাইগারকে করিনা কাপুরের মতো দেখতে?' ক্ষোভ উগড়ে দিলেন জ্যাকি শ্রফ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement