অবিকল আতিফ আসলামের গলা ! 'বাখুদা তুম হি হো' গান গেয়ে ভাইরাল অসমের ছেলে

Last Updated:

আতিফ আসলামের গাওয়া 'বা খুদা তুমহি হো' গানটি গেয়েছেন এই ছেলেটি। সেই গান সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই ভাইরাল হয়।

#মুম্বই: একেবারে আতিফ আসলামের গলা। চোখ বন্ধ করে শুনলে বোঝার জো নেই যে গানটি কে গাইছে। আতিফ আসলাম ছাড়া এ গলা অন্য কারও হতেই পারে না। তবে না অরিজিনাল গানটি আতিফ আসলামের গাওয়া হলেও, এই গলাটি তাঁর নয়। গানটি গেয়েছেন অসমের এক ছেলে।
চা বাগানের পাশেই তাঁর বাড়ি। গানকে ভালবেসেই গায় এই ছেলে। বয়স খুব বেশি হলে ১৪ কি ১৫ হবে। আতিফ আসলামের গাওয়া 'বা খুদা তুমহি হো' গানটি গেয়েছেন এই ছেলেটি। সেই গান সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই ভাইরাল হয়। শাহিদ কাপুর ও বিদ্যা বালন অভিনীত ছবি 'কিসমত কানেকশন'-এর গান। ২০০৯ সালে ছবিটি মুক্তি পেয়েছিল। ১১ বছর পর সেই ছবির গানকে আবার জনপ্রিয় করে তুললো এই কিশোর।
advertisement
advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
অবিকল আতিফ আসলামের গলা ! 'বাখুদা তুম হি হো' গান গেয়ে ভাইরাল অসমের ছেলে
Next Article
advertisement
Human Washing Machine: জামাকাপড়ের মতোই ধুয়ে দেবে শরীর, মানুষ ধোয়ার ওয়াশিং মেশিন বানিয়ে ফেলল জাপানি সংস্থা!
জামাকাপড়ের মতোই ধুয়ে দেবে শরীর, মানুষ ধোয়ার ওয়াশিং মেশিন বানিয়ে ফেলল জাপানি সংস্থা!
  • মানুষ ধোয়ার ওয়াশিং মেশিন তৈরি করল জাপানি সংস্থা৷

  • হিউম্যান ওয়াশিং মেশিন তৈরি করেছে সায়েন্স নামে সংস্থা৷

  • ১৫ মিনিটের মধ্যেই পরিষ্কার করিয়ে শরীর শুকিয়ে দেবে এই যন্ত্র৷

VIEW MORE
advertisement
advertisement