জেনে নিন রীতেশ দেশমুখ ও জেনেলিয়ার সুখী সংসারের রহস্য !

Last Updated:

সম্প্রতি একটি মজার ভিডিও শেয়ার হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে সোফায় শুয়ে রীতেশের কোলে পা দিয়ে রেখেছেন জেনেলিয়া।

#মুম্বই: রীতেশ দেশমুখ ও জেনেলিয়া ডিসুজা। ২০১২ সালে বিয়ে করে সংসার করতে শুরু করেন। এক সময় দুজনেই একের পর এক হিট বলিউড ছবি উপহার দিয়েছেন দর্শককে। জুটি বেধে একসঙ্গে কাজ করেছেন তাঁরা। আর ছবিতে কাজ করতে গিয়েই তাঁরা একে অপরকে সত্যিকারের ভালবেসে ফেলেন। তবে প্রথমে ভালবাসার কথা তাঁরা কেউই স্বীকার করতেন না। সবাইকে চমকে দিয়ে ২০১২ তে বিয়ে করে নেন তাঁরা। এরপর ২০১৪ সালে প্রথম পুত্র সন্তান হয় তাঁদের। এরপর ২০১৬ সালে তাঁদের দ্বিতীয় পুত্র সন্তান জন্মায়। হাসি খুশি সংসার তাঁদের। তবে বিয়ের পর আর তাঁরা তেমন কোনও মনে রাখার মতো কাজ করেননি। জেনেলিয়া তো সিনেমা করাই ছেড়ে দিলেন। রীতেশও একই পথে হাঁটলেন।
সোশ্যাল মিডিয়াতেও দুজনের কাউকেই খুব বেশি চোখে পড়ে না। তবে সম্প্রতি একটি মজার ভিডিও শেয়ার হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে সোফায় শুয়ে রীতেশের কোলে পা দিয়ে রেখেছেন জেনেলিয়া। আর রীতেশ জেনেলিয়ার পা টিপতে টিপতে বলছেন, " এটাই হল আমার সুখী সংসারের রহস্য। সুখে থাকার চাবিকাঠি।" তারপরই হাসছেন জেনেলিয়া। এই ভিডিওটি শেয়ার করে সকলে লিখেছেন "এরাই হলেন সবচেয়ে মিষ্টি জুটি বলিউডের।" সত্যিই তাই। কাজ হোক বা না হোক। জীবনে যত ঝড় ঝাপটাই আসুক না কেন তাঁরা কিন্তু নিজেদের পাশে থেকেছেন সব সময়। আর এখনও অতটাই হাসি মুখে কাটিয়ে দিচ্ছেন জেনেলিয়া।
advertisement
View this post on Instagram

Happy wife, Happy life!

advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
জেনে নিন রীতেশ দেশমুখ ও জেনেলিয়ার সুখী সংসারের রহস্য !
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement