তিরিশ বছর আগের এই ঘটনা মনে করে অবাক হলেন আমির!
Last Updated:
#মুম্বই: মিস্টার পারফেকশনিস্ট বলেই তাঁকে চেনেন সবাই ৷ এক একটা ছবিতে নিজেকে ভেঙেচুরে এক্কেবারে অন্যভাবে হাজির করেন তিনি ৷ আর তাঁর নামেই ছবি সুপার ডুপার হিট ৷ আমির খান নিজেই একটা ব্র্যান্ড ৷
নায়ক হিসেবে শুরুটা আজ থেকে তিরিশ বছর আগে ৷ ‘কেয়ামত সে কেয়ামত তক’ ছবি দিয়ে পাকাপাকিভাবে অভিনয় শুরু করেছিলেন তিনি ৷ এতগুলো বছর যে পার হয়ে গিয়েছে তা নিজেই বিশ্বাস করতে পারছেন না খোদ নায়কই ৷ এ কথা নিজেই ট্যুইটারে লিখেছেন আমির ৷ গতকাল সোমবার তিনি ট্যুইট করেন,‘‘‘মনে হচ্ছে গতকালকের ঘটনা! বিশ্বাসই করতে পারছি না ৩০ বছর পার হয়ে গিয়েছে !’’
advertisement
Feels just like yesterday....can't believe it's been 30 years. Love, a. pic.twitter.com/drWymVucjJ
— Aamir Khan (@aamir_khan) April 29, 2018
advertisement
আমির খানের সেই ট্য়ুইট
৩০ বছর আগে ১৯৮৮ সালের ২৯ এপ্রিল মুক্তি পায় আমির খান অভিনীত মনসুর খানের পরিচালনায় ‘কেয়ামত সে কেয়ামত তক’। এতে তাঁর বিপরীতে অভিনয় করেন জুহি চাওলা। এই সিনেমার অসাধারণ সাফল্যের পর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। এই চকোলেট বয় ধীরে ধীরে হয়ে ওঠেন হার্টথ্রবে। তিন দশক পর আমির খান আজ শুধু একজন মানুষ নন, একটি প্রতিষ্ঠান।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 01, 2018 3:04 PM IST