হোম /খবর /বিনোদন /
শ্রীদেবী কন্যার শরীরী মোচড়! জাহ্নবীর দুরন্ত বেলি ডান্সের ভাইরাল ভিডিও

শ্রীদেবী কন্যার শরীরী মোচড়! জাহ্নবীর দুরন্ত বেলি ডান্সের ভিডিও সোশ্যাল মিডিয়ায় সুপার ভাইরাল

ঘুম কেড়ে নেবে ভিডিওটি?

  • Last Updated :
  • Share this:

#মুম্বই: বলিউড অনেকদিন আগেই শ্রীহীন হয়েছে ৷ শ্রীদেবী এক বড় স্থান জুড়ে রয়েছেন এখনও ৷ তিনি পৃথিবীতে না থাকলেও রেখে গিয়েছেন তাঁর ছায়া দুই কন্যাই আগামী দিনে মাকে মনে করাবে ৷ এমনই মনে করে দর্শক মহল ৷ শ্রীদেবীর বড় মেয়ে জাহ্নবী কাপুর ৷ সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত সক্রিয় ৷ তাঁর ছবি বা ভিডিও বাড়তি আগ্রহের জন্ম দেয় ভক্তদের কাছে ৷

সম্প্রতি তাঁর একটি ভিডিও সোশ্যাল মিডিয়া তোলপাড় করেছে ৷ সেই ভিডিও-তে জাহ্নবী কাপুরের দুরন্ত বেলি ডান্স সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷ ভক্তদের দারুণ পছন্দ হয়েছে ৷ সোশ্যাল ভিডিওই সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছে ৷ জাহ্নবীর এই বেলি ডান্স দেখে সেলিব্রিটি নৃত্য শিক্ষক সঞ্জনা মুথরেজা প্রশংসার বন্যা বইয়ে দিয়েছেন ৷ নিজের ইনস্টগ্রাম অ্যাকাউন্টে অগাস্ট মাসে শেয়ার করেছেন এই ভিডিও ৷ কমেন্টের বন্যা বয়ে গিয়েছে ৷

সবাই প্রশংসা করেছেন ৷ এক নজরে দেখে নেওয়া যাক সেই ভিডিও ৷ সম্প্রতি জাহ্নবী গুঞ্জন দ্য কার্গিল গার্লে দেখতে পায়া গিয়েছে ৷ দর্শকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে ৷ জাহ্নবী ছাড়াও এই ছবিতে দেখতে পাওয়া যাবে পঙ্কজ ত্রিপাঠী, অঙ্গদ বেদী, বিনীত কুমার সিং-কে বিশেষ ভূমিকায় দেখতে পাওয়া যাবে ৷ করোনা আবহে এই ছবিটি দেশভর ওটিটি প্ল্যাটফর্মে দেখানো হয়েছিল ৷

Published by:Arjun Neogi
First published:

Tags: Janvi Kapoor