ভিজে শাড়ি লেপ্টে শরীরে,ফেটে বেরোচ্ছে যৌবন, জয়ললিতার লাস্য ফুটিয়ে তুললেন কঙ্গনা, ভাইরাল ভিডিও

Last Updated:

কঙ্গনা রানাওয়াত যেন অপরূপা৷ সুন্দরী জয়ললিতার রূপ ও লাস্য যেন ফেটে পড়ছে৷

#মুম্বই: এ এক অন্য রূপ৷ জয়ললিতার (Jayalalithaa) বায়োপিকে অভিনয় করছেন কঙ্গনা রানাওয়াত৷ ছবির নাম থালাইভি (Thalaivi) ৷ বহু প্রত্যাশিত এই ছবির প্রথম গান সামনে এল ৷ চালি চালি গানে যৌবনের জয়ললিতার লালিত্যময় রূপে কঙ্গনার ভিডিও সামনে আসতেই তা ভাইরাল৷ এই গানে জয়ললিতার ফিল্মি কেরিয়ারকে তুলে ধরা হয়েছে৷ যা প্রখর রাজনৈতিক ব্যক্তিত্বের পাশাপাশি সুন্দরী জয়ললিতা একটা সময় দক্ষিণী ছবির দুনিয়ায় তুফান তুলেছেন এই Chali Chali গানটি দিয়ে তাঁকে শ্রদ্ধা জানানো হয়েছে৷
দেখে নিন লাস্য মাখা কঙ্গনা কতটা ভালো ফুটিয়ে তুলেছেন সুন্দরী জয়ললিতাকে যিনি সিলভার স্ক্রিনে ধামাল মাচাতেন৷
advertisement
গানটিতে ভীষণভাবেই রেট্রো লুকের ওপর জোর দেওয়া হয়েছে৷ কখনও ভিজে শাড়ি শরীরে লেপ্টে পদ্মফুল নিয়ে জলকেলিতে ব্যস্ত কঙ্গনা আবার কখনও হাসি মুখে টাইট পাশ্চাত্য পোশাকে নিজেকে সাজিয়ে নিয়েছেন তিনি৷
advertisement
গানটি গেয়েছেন সৈন্ধবী প্রকাশ, মিউজিক কম্পোজ করেছেন জিভি প্রকাশ কুমার. গানটি লিখেছেন ইরশাদ কামিল৷
ছবির মূল অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut) নিজের সোশ্যাল হ্যান্ডেলেও ট্র্যাকটি শেয়ার করেছেন৷ আর ক্যাপশনে লিখেছেন , "Embark on Jaya's superstar journey where her enchanting charm made the masses her huge fans. Chali Chali is out now."-অর্থাৎ জয়ার সুপারস্টার যাত্রাপথে শুরু, তাঁর দারুণ আবেদন তাঁকে জনগণের কাছে অত্যন্ত জনপ্রিয় করেছিল, চলি চলি এখন মুক্তি পেয়েছে৷
advertisement
advertisement
জয়ললিতার চরিত্রে অভিনয় করার জন্য তাঁর লুক পাওয়াটা অন্যতম শক্ত কাজ ছিল৷ অভিনেত্রী হিসেবে তাঁর লাস্য অন্যদিকে জননেত্রী হিসেবে তাঁর পাওয়ার ফুটিয়ে তুলতে কঙ্গনাকে বডি ট্রান্সফর্মেশনের মধ্যে দিয়ে যেতে হয়েছিল৷ এই চরিত্রের জন্য ২০ কেজি মতো ওজন বাড়িয়েছিলেন কঙ্গনা৷
advertisement
থালাইভি ছবিতে জয়ললিতার জীবনের একটা বড় অংশ তুলে ধরা হয়েছে ৷ জনপ্রিয়তম অভিনেত্রী থেকে অসম শক্তিধর জননেত্রী পুরো কেরিয়ারের লড়াই , উত্থান -পতন, পরিবর্তনসবই তুলে ধরা হয়েছে৷ এই  ছবিতে এম জি রামচন্দ্রনের চরিত্রে অভিনয় করেছেন অরবিন্দ স্বামী (Arvind Swami)৷ এপ্রিলের ২৩ তারিখ ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা৷ ছবিটি পরিচালনা করেছেন বিজয়, ছবিটি প্রযোজনা করেছেন বিষ্ণুবর্ধন ইন্দুরি, শৈলশা আর সিং৷ ছবিটি একইসঙ্গে হিন্দি, তামিল, তেলেগুতে মুক্তি পাবে৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
ভিজে শাড়ি লেপ্টে শরীরে,ফেটে বেরোচ্ছে যৌবন, জয়ললিতার লাস্য ফুটিয়ে তুললেন কঙ্গনা, ভাইরাল ভিডিও
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement