শুধু বর সোহাগী নন, শ্বশুর-শাশুড়ির সঙ্গেও হোলিতে মাতোয়ারা প্রিয়াঙ্কা চোপড়া
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Bollywood তারকাদের হোলির ছবি দেখতে চান সকলেই, প্রিয়াঙ্কা চোপড়া একেবারে হলিউড নিয়ে হোলি খেললেন, দেখুন অ্যালবাম৷
#মুম্বই: হোলি (Holi 2021)- উৎসব সারা দেশে প্রতিবছরই পালিত হয়৷ এবার করোনা আবহে হয়ত সেই রঙের উৎসবে কিছুটা সংযম টানা হয়েছে কিন্তু তাও দোলে একটু রঙিন তো হতেই হয়৷ সাধারণ মানুষদের পাশাপাশি সেলিব্রিটিরাও দোল খেলেন চুটিয়ে৷ বলিউডের সেলেবরাও মাতেন হোলির আনন্দে৷ বলিউড থেকে হলিউডে পাড়ি জমিয়েও একইরকম পপুলার হয়েছে দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়া৷ প্রিয়াঙ্কা (Priyanka Chopra) -র হোলি খেলা দারুণ পছন্দ করেন৷ এবার তিনি নিজের স্বামী নিক জোনাস (Nick Jonas) এবং শ্বশুর ও শাশুড়ির সঙ্গেও হোলি খেলে তার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন৷
advertisement
advertisement
প্রিয়াঙ্কা চোপড়া এই মুহূর্তে বিদেশে রয়েছেন৷ কিন্তু কোনও উৎসব সেলিব্রেট করতে ভোলেন না৷ আর পিগি চপস যাই করেন তার ছবি সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করেন৷ এবার তাই হোলিতে নিজের রঙিন ছবি পোস্ট করেছেন দেশি গার্ল৷ বিশেষ ব্যাপার এটাই যে শুধু স্বামী নয় ,শ্বশুর -শাশুড়ি সকলের সঙ্গেই রঙ খেলায় মেতেছেন তিনি৷ এই ছবি দিয়ে তিনি সমস্ত ফ্যানদের শুভকামনা জানিয়েছেন৷
advertisement
ফটো শেয়ার করে প্রিয়াঙ্কা চোপড়া ক্যাপশনে লিখেছেন, ‘‘Holi, the festival of colours is one of my favourites’’ অর্থাৎ তিনি আরও লিখেছেন হোলি রঙের উৎসব আমার অন্যতম পছন্দের৷ এরপর তিনি আরও লিখেছেন, ‘‘Hope we can all celebrate it with our loved ones, but in our HOMES!#HappyHoli everyone’’- অর্থাৎ আমরা সকলেই যেন নিজের পরিবারের সঙ্গে হোলি খেলতে পারি তবে আমাদের বাড়িতেই, হ্যাপি হোলি৷
advertisement
পরিবারের সঙ্গে ছাড়াও দোলের রঙ এবং মিষ্টিরও ছবি দিয়েছেন তিনি৷ যা তাঁর ফ্যানরা খুব পছন্দ করছেন৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 29, 2021 12:59 PM IST