শুধু বর সোহাগী নন, শ্বশুর-শাশুড়ির সঙ্গেও হোলিতে মাতোয়ারা প্রিয়াঙ্কা চোপড়া

Last Updated:

Bollywood তারকাদের হোলির ছবি দেখতে চান সকলেই, প্রিয়াঙ্কা চোপড়া একেবারে হলিউড নিয়ে হোলি খেললেন, দেখুন অ্যালবাম৷

#মুম্বই: হোলি  (Holi 2021)- উৎসব সারা দেশে প্রতিবছরই পালিত হয়৷ এবার করোনা আবহে হয়ত সেই রঙের উৎসবে কিছুটা সংযম টানা হয়েছে কিন্তু তাও দোলে একটু রঙিন তো হতেই হয়৷ সাধারণ মানুষদের পাশাপাশি সেলিব্রিটিরাও দোল খেলেন চুটিয়ে৷ বলিউডের সেলেবরাও মাতেন হোলির আনন্দে৷  বলিউড থেকে হলিউডে পাড়ি জমিয়েও একইরকম পপুলার হয়েছে দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়া৷ প্রিয়াঙ্কা (Priyanka Chopra) -র হোলি খেলা দারুণ পছন্দ করেন৷ এবার তিনি নিজের স্বামী নিক জোনাস (Nick Jonas) এবং শ্বশুর ও শাশুড়ির সঙ্গেও হোলি খেলে তার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন৷
advertisement
advertisement
প্রিয়াঙ্কা চোপড়া এই মুহূর্তে বিদেশে রয়েছেন৷ কিন্তু কোনও উৎসব সেলিব্রেট করতে ভোলেন না৷ আর পিগি চপস যাই করেন তার ছবি সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করেন৷ এবার তাই হোলিতে নিজের রঙিন ছবি পোস্ট করেছেন দেশি গার্ল৷ বিশেষ ব্যাপার এটাই যে শুধু স্বামী নয় ,শ্বশুর -শাশুড়ি সকলের সঙ্গেই রঙ খেলায় মেতেছেন তিনি৷ এই ছবি দিয়ে তিনি সমস্ত ফ্যানদের শুভকামনা জানিয়েছেন৷
advertisement
ফটো শেয়ার করে প্রিয়াঙ্কা  চোপড়া ক্যাপশনে লিখেছেন, ‘‘Holi, the festival of colours is one of my favourites’’ অর্থাৎ তিনি আরও লিখেছেন হোলি রঙের উৎসব আমার অন্যতম পছন্দের৷ এরপর তিনি আরও লিখেছেন, ‘‘Hope we can all celebrate it with our loved ones, but in our HOMES!#HappyHoli everyone’’- অর্থাৎ আমরা সকলেই যেন নিজের পরিবারের সঙ্গে হোলি খেলতে পারি তবে আমাদের বাড়িতেই, হ্যাপি হোলি৷
advertisement
পরিবারের সঙ্গে ছাড়াও দোলের রঙ এবং মিষ্টিরও ছবি দিয়েছেন তিনি৷ যা তাঁর ফ্যানরা খুব পছন্দ করছেন৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
শুধু বর সোহাগী নন, শ্বশুর-শাশুড়ির সঙ্গেও হোলিতে মাতোয়ারা প্রিয়াঙ্কা চোপড়া
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement