Sonam Kapoor-Rhea Kapoor: সোনম কাপুরের বোন রিয়া আজ বিয়ের পিঁড়িতে! পাত্রটি কে, চিনে নিন করণ বুলানিকে
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
Sonam Kapoor-Rhea Kapoor: অভিনেতা অনিল কাপুরের (Anil Kapoor) ছোট মেয়ে তথা প্রযোজক রিয়া কাপুর (Rhea kapoor wedding) বসছেন বিয়ের পিঁড়িতে। চিত্রপরিচালক করণ বুলানির (Karan Boolani) সঙ্গে গাঁটছড়া বাঁধছেন রিয়া।
#মুম্বই: কাপুর পরিবারে বেজেছে বিয়ের সানাই। আজই অভিনেতা অনিল কাপুরের (Anil Kapoor) ছোট মেয়ে তথা প্রযোজক রিয়া কাপুর (Rhea kapoor wedding) বসছেন বিয়ের পিঁড়িতে। চিত্রপরিচালক করণ বুলানির (Karan Boolani) সঙ্গে গাঁটছড়া বাঁধছেন রিয়া। তবে জুহুর বাংলোতে নিজেদের মধ্যে অনাড়ম্বরেই বিয়ে করছেন সোনম কাপুরের (Sonam Kapoor) বোন। বিয়েতে উপস্থিত থাকবেন শুধু পরিবারের সদস্যরা।
বোনের বিয়ে উপলক্ষে সোনমও ফিরেছেন মুম্বইতে। প্রায় এক বছর স্বামী আনন্দ আহুজার সঙ্গে লন্ডনে ছিলেন তিনি। কিন্তু কে এই করণ বুলানি যাঁকে বিয়ে করছেন রিয়া? গত ১৩ বছর ধরে করণের সঙ্গে সম্পর্কে রয়েছেন রিয়া। করণ পেশায় একজন চলচ্চিত্র নির্মাতা। প্রায় ৫০০-র বেশি বিজ্ঞাপনী চিত্র তৈরি করেছেন তিনি।

advertisement
advertisement
রিয়া কাপুর প্রযোজিত ও সোনম কাপুর অভিনীত আইশা ছবিতে সহকারী পরিচালকের কাজ করেছেন তিনি। এছাড়া করণ জোহর প্রযোজিত ওয়েক আপ সিড-এও সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন তিনি। অনিল কাপুরের ওয়েব সিরিজ ২৪-এ পরিচালনার কাজ করেছেন করণ বুলানি।
advertisement
করণ তথ্যচিত্রও বানিয়েছেন। তাঁর তথ্যচিত্র দ্যাট হিলিং ফিলিং তাঁকে তথ্যচিত্র পরিচালক হিসেবে পরিচিতি দিয়েছেন। ইন্ডিয়ান ডকুমেন্টারি প্রোডিউসারস অ্যাসোসিয়েশন থেকে স্বীকৃতিও পেয়েছেন তিনি। নেটফ্লিক্সের স্পোর্টস ড্রামা সিরিজ সিলেকশন ডে-র পরিচালনাও করেছেন করণ। আসন্ন দিনে একটি কাজের জন্য এ আর রহমানের সঙ্গে জোট বাঁধছেন তিনি।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 14, 2021 3:08 PM IST