Salman Khan: 'দিনে আলাদা, রাতেও চাই আলাদা, পেটে ২ পেগ পড়লেই...', সলমনের এমন সিক্রেট ফাঁস করলেন মিকা সিং, যা জানেন না ৯০% মানুষই

Last Updated:

Salman Khan: গায়ক মিকা সিং সম্প্রতি সলমন সম্পর্কে এমন কিছু প্রকাশ করেছেন যা খুব কমই কেউ জানেন।

News18
News18
মুম্বই: মিকা সিং ইন্ডাস্ট্রির বলিউড ইন্ডাস্ট্রির একজন সুপরিচিত গায়ক। তিনি অনেক অসাধারণ গান গেয়েছেন যা ভক্তদের নাচতে বাধ্য করেছে। মিকার ইন্ডাস্ট্রিতে অনেক বন্ধু আছে, কিন্তু কিছু মানুষের সঙ্গে তার বন্ধুত্ব খুবই বিশেষ এবং তাদের মধ্যে একজন হলেন বলিউডের ভাইজান সলমন খান। গায়ক মিকা সিং সম্প্রতি সলমন সম্পর্কে এমন কিছু প্রকাশ করেছেন যা খুব কমই কেউ জানেন।
শুভঙ্কর মিশ্রের সঙ্গে একটি সাক্ষাৎকারে, মিকা একটি মজার ঘটনার কথা স্মরণ করেন যখন সালমান ‘রেস ৩’-এর প্রিমিয়ারে মিট ব্রাদার্সকে উপেক্ষা করেছিলেন, যদিও তারা মাত্র কয়েক ঘণ্টা আগে একসঙ্গে মজা করছিলেন। রহস্য উন্মোচন করে মিকা বলেন, ‘সলমন ভাই রাতে অন্য কিছু, দিনে অন্য কিছু।’ তিনি বলেন, ‘সলমন খান আমার সঙ্গে খুবই খোলামেলা।’ দু পেগ ড্রিঙ্ক পান করার পরই তিনি আমার সঙ্গে এমন আচরণ করেন, যেন আমি তাঁর বড় ভাই বা আমরা দু’জনেই সমান। কিন্তু এতে বিভ্রান্ত হওয়া উচিত নয়, দুই পেগ হোক অথবা চার পেগ সবার মনে রাখা উচিত তিনি হলেন সলমন খান। সেটা মনে রাখতে পারলেই, মার খাওয়ার হাত থেকে বাঁচা সম্ভব।।
advertisement
advertisement
মিকা আরও জানান যে সলমন খানের সঙ্গে তার প্রথম সাক্ষাতের সময় তিনি একটি ভুল করেছিলেন, যার জন্য আজও তিনি অনুতপ্ত। তিনি জানান, ‘আমি এতটাই বোকা ছিলাম যে প্রথম সাক্ষাতের সময় আমার উচিত ছিল তাঁর পা ছুঁয়ে জিজ্ঞাসা করা যে আমি কি তাঁর জন্য একটা গান গাইতে পারি? সলমন তখন ‘জনম সমঝা করো’-এর সেটে ছিলেন। এবং কিছুক্ষণ পর আমাদের সঙ্গে চাও খেয়েছিলাম। কিন্তু এতটাই বুদ্ধি ছিল না যে আমি তার সঙ্গে যোগাযোগ করার জন্য তার নম্বরটা নিয়ে রাখব৷ আগে এতটাও স্মার্ট ছিলাম না। মিকা সিং আরও বলেন, তিনি এমনটাই ভেবেছিলেন যে, সেই সময় সলমন খান নিশ্চিত ভাবে তাঁকে দেখে ‘কার্টুন’ভেবেছিলেন । কারণ সেই সাক্ষাতের সময় সলমন খান যখন তাঁকে গান গাইতে বলেন, আমার তখন গলা দিয়ে প্রায় স্বরই বের হচ্ছিল না।
advertisement
মিট ব্রাদার্স-এর সঙ্গে একটি ছবির প্রিমিয়ারে সলমনের উপেক্ষার গল্পটি স্মরণ করে মিকা বলেন, ‘আমি কখনও এই গল্পটি বলিনি, কিন্তু মিট ব্রাদার্স একবার রাতে তাঁর সঙ্গে বিরিয়ানি খেয়েছিলেন এবং ভেবেছিলেন তারা ভাইজানের সেরা বন্ধু হয়ে গেছে।’ কিন্তু আমি যা জানি তারা সেটা জানে না। আমি জানি সলমন ভাই দিনের বেলায় বিরক্ত থাকেন এবং সন্ধ্যা ৬টার পরেই তার সঙ্গে দেখা করা ভাল, বিশেষ করে গানের সময়। রাত ২টো থেকে সকাল ৬টার মধ্যে সলমন ভাইয়ের কাছ থেকে দূরে থাকুন এবং মিট ব্রাদার্স রাতে তার সঙ্গে বিরিয়ানি খেয়েছিলেন এবং পরের দিন তারা ‘রেস ৩’-এর প্রিমিয়ারে গিয়েছিলেন। সেখানে দাঁড়িয়ে সলমন ভাইয়ের জন্য অপেক্ষা করছিল। কিন্তু সলমন তাদের পাশ দিয়ে চলে যান, এবং হ্যালো পর্যন্ত বলেননি। তারা ভেবেছিল, আমরা রাতে একসঙ্গে বিরিয়ানি খেয়েছি! মিকা আরও বলেন, আমি তাকে বলেছিলাম যে এটা তার সঙ্গে দেখা করার সময় নয়। তোমাদের সন্ধ্যার জন্য অপেক্ষা করা উচিত। এমন নয় যে তার ঠান্ডা হওয়ার জন্য কয়েকটা পানীয়ের প্রয়োজন, কিন্তু তাদের নিজেদের মনোবল ফিরে পেতে সময় লাগে। দিনের বেলায় সে তার চিন্তায় ডুবে থাকে বলে জানান মিকা সিং।
advertisement
মিকা বলেন, সলমন রাতে তার বন্ধুদের ফোন করেন এবং যদি তারা ফোন না ধরে তাহলে তিনি রেগে যান । মিকা নিজে একবার বালিতে ছিলেন যখন তিনি সলমনের কাছ থেকে ফোন পেয়েছিলেন। তিনি বললেন, ‘সলমন ভাই গান গাইতে খুব ভালবাসেন।’ সে রাতের মাঝখানে, কখনও কখনও ভোর ৪টেয়, লোকেদের ফোন করতে পছন্দ করে এবং যদি তুমি উত্তর না দাও তাহলেই রেগে যায়। আমি বালিতে ছিলাম, আর রাতে ভাইজানের ফোন পেলাম। তিনি বলেছিলেন যে তিনি ‘হ্যাংওভার’ গানটি গাইতে চান, এবং তিনি ফোনে গেয়েছিলেন। এবং সে খুব ভালই গেয়েছিল। তারপর সে ‘জুম্মে কি রাত’ গাইল এবং আমার সাহস হল না যে আমি এটা গাইতে চাই বলব। স্পষ্টতই তাঁর গান শুনলে কেউ বলবে না যে সে গান গাইতে পারে না। এর পরে আমি ভূষণ কুমার এবং সাজিদ নাদিয়াদওয়ালাকে মেসেজ করেছিলাম।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Salman Khan: 'দিনে আলাদা, রাতেও চাই আলাদা, পেটে ২ পেগ পড়লেই...', সলমনের এমন সিক্রেট ফাঁস করলেন মিকা সিং, যা জানেন না ৯০% মানুষই
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement