সুহানার স্কার্ট চুরি করে নাভি আর কোমরে ঝড় তুললেন সানায়া! ভাইরাল বেলি ডান্স

Last Updated:

নাচের ছবি আর ভিডিও নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন সানায়া কাপুর । ক্যাপশনে স্বীকার করলেন, প্রিয় বান্ধবী সুহানা খানের থেকে স্কার্টটি চুরি করে পরেছেন তিনি ।

#মুম্বই: চমকে গিয়েছেন সকলেই! এর আগেও অনবদ্য বেলি ডান্সে নেটিজেনদের মুগ্ধ করেছিলেন বি-টাউনের অন্যতম এই স্টারকিড । বলিউডের ফ্যাবুলাস গিন্নিরা সঞ্জয় কাপুর (Sanjay Kapoor) এবং মাহিপ কাপুরের (Maheep Kapoor) তরুণী কন্যা সানায়া কাপুরের (Shanaya Kapoor) মারকাটারি ডান্স দেখে প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন । ফের আরও একবার নাচের স্টেপে মাতিয়ে দিলেন সানায়া ।
হালফিলে মাঝে মাঝেই সংবাদমাধ্যমের শিরোনামে জায়গা করে নিচ্ছেন বনি কাপুর (Boney Kapoor) এবং অনিল কাপুরের (Anil Kapoor) চোখের মণি এই ভাইঝিটি! কারণটাও খুব সাফ, বলিউডে ছবি করার জন্য তৈরি হচ্ছেন মেয়ে! অবশ্য তৈরি হচ্ছেন না বলে তাঁকে তৈরি করা হচ্ছে বললেও একেবারেই ভুল কিছু হয় না। মেয়ের মায়ের কথাতে সে প্রমাণ আকছাড়ই মেলে ।
advertisement
advertisement
advertisement
সম্প্রতি সানায়ার একটি ভিডিও নিয়ে তোলপাড় হচ্ছে । ভিডিওয় দেখা যাচ্ছে সাদা স্কার্ট আর ক্রপ টপ পরে চোখ ধাঁধানো বেলি ডান্স করছেন সানায়া । তাঁর কোমর আর নিতম্ভের কাঁপনে মুগ্ধ নেটনাগরিকরা । তাঁর প্রতিবিম্ব গিয়ে পড়েছে পাশের দেওয়ালজোড়া আয়নায়, সেখানেও যেন উঠেছে রোমাঞ্চের তরঙ্গ! নাচের ছবি আর ভিডিও নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন সানায়া কাপুর । ক্যাপশনে স্বীকার করলেন, প্রিয় বান্ধবী সুহানা খানের থেকে স্কার্টটি চুরি করে পরেছেন তিনি ।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
সুহানার স্কার্ট চুরি করে নাভি আর কোমরে ঝড় তুললেন সানায়া! ভাইরাল বেলি ডান্স
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement