Aryan Khan Drugs Case: মাদক কাণ্ডে আগামিকালই কি জামিন শাহরুখ পুত্র আরিয়ানের ?

Last Updated:

Shahrukh Khan's Son Aryan Khan May Get Relief from NCB on Thursday: জানা গিয়েছে, শাহরুখ পুত্র এক-দু’বার সরাসরি ‘ড্রাগ পেডলার’-দের কাছ থেকে মাদক কিনেছেন ৷ অধিকাংশ সময় বন্ধুদের কাছ থেকেই তিনি মাদক নিতেন ৷

(PTI Photo)
(PTI Photo)
মুম্বই: গোয়াগামী প্রমোদতরীতে সেদিন যে কত কাণ্ড ঘটেছিল, তা কোনও গোয়েন্দা গল্প থেকে যেন কোনও অংশেই কম নয় ৷ মাদক কীভাবে আসে ? কোথা থেকে কীভাবে কিনতে হয়, তা নিয়ে নানা তথ্য এখন সামনে এসেছে ৷ যা জেনে চোখ কপালেই উঠছে তদন্তকারী অফিসারদের ৷ তবে এর মধ্যেই শাহরুখ পুত্র আরিয়ান খানের জন্য স্বস্তির খবর, আগামিকাল বৃহস্পতিবার তাঁকে ছেড়ে দেওয়া হতে পারে ৷ খুব শীঘ্রই পেতে পারেন জামিন ৷ সূত্র মারফত এমনটাই জানা গিয়েছে ৷ যদিও এ বিষয় কোনও কিছুই চূড়ান্ত জানানো হয়নি এনসিবি-র পক্ষ থেকে (SRK's Son Aryan Khan May Get Relief from NCB Tomorrow)৷
ক্রিপ্টোকারেন্সি-র মাধ্যমে ডার্ক ওয়েব থেকে মাদক কেনা, শাহরুখ পুত্রের বান্ধবী মুনমুন ধামেচার স্যানিটারি প্যাড এবং অন্তর্বাসে মাদক—সব মিলিয়ে এনসিবি অফিসারদের দাবি, প্রতি মুহূর্তে নতুন নতুন চমক আসছে এই তদন্তে। জেরায় মিলছে নতুন নতুন তথ্য। সব মিলিয়ে এখন ভালোমতোই বেকায়দায় শাহরুখ পুত্র ৷ তাঁর বিরুদ্ধে নানারকম প্রমাণই হাতে এসেছে এনসিবি-র হাতে ৷ তাই সহজে এই মামলা থেকে অব্যাহতি যে আরিয়ান পাচ্ছেন না, তা একপ্রকার নিশ্চিতভাবেই বলা যেতে পারে ৷ আরিয়ানদের থেকে তথ্য নিয়েই ড্রাগ মাফিয়াদের নেটওয়ার্কের হদিশ পাওয়ার চেষ্টায় এনসিবি ৷ জানা গিয়েছে, শাহরুখ পুত্র এক-দু’বার সরাসরি ‘ড্রাগ পেডলার’-দের কাছ থেকে মাদক কিনেছেন ৷ অধিকাংশ সময় বন্ধুদের কাছ থেকেই তিনি মাদক নিতেন ৷
advertisement
advertisement
সময় এখন অত্যন্ত খারাপ শাহরুখ পুত্রের ৷ মাদক কাণ্ডে আপাতত এনসিবি-র হেফাজতেই রয়েছেন তিনি ৷ তাঁকে খুব তাড়াতাড়ি ছেড়ে দেওয়ার খবর পাওয়া গেলেও এরপর আরও কী প্রতিকূল পরিস্থিতি আরিয়ান খানের (Aryan Khan) জন্য অপেক্ষা করছে, তা হয়তো এখন তিনি নিজেও কল্পনা করতে পারছেন না ৷ অত্যন্ত বিপদেই পড়েছেন তিনি ৷
advertisement
নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো-র (NCB) পরে এ বার এই মাদক কাণ্ডে আসরে নেমেছে মুম্বই পুলিশও। গোয়াগামী ওই বিলাসবহুল ক্রুসে পার্টি আয়োজনের জন্য প্রয়োজনীয় অনুমতি নেওয়া হয়নি বলেই অভিযোগ ৷ সবকিছুই তাই খতিয়ে দেখছে পুলিশ ৷ এনসিবি সূত্রে আরও জানানো হয়েছে, আরিয়ান এবং অন্য অভিযুক্তদের কাছ থেকে যে ফোনগুলি উদ্ধার হয়েছে, সেগুলি সব ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। মাদক কাণ্ডের তদন্তে এই মোবাইলগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ সূত্র বলেই জানিয়েছেন তদন্তকারী অফিসাররা।
advertisement
বাংলা খবর/ খবর/বিনোদন/
Aryan Khan Drugs Case: মাদক কাণ্ডে আগামিকালই কি জামিন শাহরুখ পুত্র আরিয়ানের ?
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement