Aryan Khan's Old Video Viral: ভিক্ষাজীবীকে সাহায্য না করে তাকে দূরে সরালেন শাহরুখ পুত্র আরিয়ান, হঠাৎই ভাইরাল এই পুরনো ভিডিও !

Last Updated:

Aryan Khan's old video goes Viral: ভিডিওতে দেখা যাচ্ছে মুম্বইয়ের এক জনপ্রিয় রেস্তোরাঁ থেকে বন্ধুদের নিয়ে বের হচ্ছেন আরিয়ান। শাহরুখের ছেলেকে দেখেই তাঁর গাড়ির সামনে একটি শিশুকে কোলে নিয়ে চলে আসেন এক ভিক্ষাজীবী ৷

জেল সূত্রে আরও খবর, জেল ক্যান্টিন থেকে খাবার কিনে খাওয়ার জন্য আরিয়ানকে তাঁর পরিবারের তরফে সাড়ে চার হাজার টাকা পাঠানো হয়েছে৷ গত ৩ অক্টোবর মুম্বাই উপকূলের কাছে একটি প্রমোদতরীর পার্টিতে মাদক সেবনের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল আরিয়ানকে৷
জেল সূত্রে আরও খবর, জেল ক্যান্টিন থেকে খাবার কিনে খাওয়ার জন্য আরিয়ানকে তাঁর পরিবারের তরফে সাড়ে চার হাজার টাকা পাঠানো হয়েছে৷ গত ৩ অক্টোবর মুম্বাই উপকূলের কাছে একটি প্রমোদতরীর পার্টিতে মাদক সেবনের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল আরিয়ানকে৷
মুম্বই: সময় এখন অত্যন্ত খারাপ শাহরুখ পুত্রের ৷ মাদক কাণ্ডে আপাতত এনসিবি-র (NCB) হেফাজতেই রয়েছেন তিনি ৷ এরপরেও আরও কী প্রতিকূল পরিস্থিতি আরিয়ান খানের (Aryan Khan) জন্য অপেক্ষা করছে, তা হয়তো এখন তিনি নিজেও কল্পনা করতে পারছেন না ৷ অত্যন্ত বিপদেই পড়েছেন তিনি ৷
নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো-র (NCB) পরে এ বার এই মাদক কাণ্ডে আসরে নেমেছে মুম্বই পুলিশও। গোয়াগামী ওই বিলাসবহুল ক্রুসে পার্টি আয়োজনের জন্য প্রয়োজনীয় অনুমতি নেওয়া হয়নি বলেই অভিযোগ ৷ সবকিছুই তাই খতিয়ে দেখছে পুলিশ ৷
advertisement
advertisement
তবে এরই মধ্যে আরিয়ান খানের একটি পুরনো ভিডিও ভাইরাল হয়েছে ৷ যেখানে দেখা গিয়েছে একটি অনুষ্ঠান থেকে বাইরে বেরিয়ে এক ভিক্ষুককে কোনও সাহায্য না করেই তাকে সরিয়ে দিচ্ছেন তিনি ৷  যা দেখে প্রত্যেকেই ছিঃ ছিঃ করে উঠেছেন শাহরুখ পুত্রের প্রতি ৷ ভিডিওতে সমালোচনায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা (Old Video of Shah Rukh Khan's Son Aryan Khan) ৷
advertisement
advertisement
২৪ বছরের ছেলে আরিয়ান নাকি গত চার বছর ধরে ড্রাগস নিচ্ছে, এমনটাই দাবি করা হয়েছে। অনেকেই আবার দাবি করেছেন ছেলের এই স্বভাব ভালো করেই জানতেন শাহরুখ। তবুও তিনি কোনও পদক্ষেপ নেননি। আর এবার ভাইরাল হল আরিয়ানের অনেক পুরনো একটি ভিডিও।
advertisement
ভিডিওতে দেখা যাচ্ছে মুম্বইয়ের এক জনপ্রিয় রেস্তোরাঁ থেকে বন্ধুদের নিয়ে বের হচ্ছেন আরিয়ান। শাহরুখের ছেলেকে দেখেই তাঁর গাড়ির সামনে একটি শিশুকে কোলে নিয়ে চলে আসেন এক ভিখারি ৷ আরিয়ানের কাছে সাহায্যও চান তিনি ৷ কিন্তু প্রথমে ভালোভাবে হেসে বললেও পরে ওই ভিক্ষাজীবীকে দূরে সরিয়ে দেন আরিয়ান ৷ উঠে যান নিজের লাক্সারি গাড়িতে ৷ এই ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায় !
বাংলা খবর/ খবর/বিনোদন/
Aryan Khan's Old Video Viral: ভিক্ষাজীবীকে সাহায্য না করে তাকে দূরে সরালেন শাহরুখ পুত্র আরিয়ান, হঠাৎই ভাইরাল এই পুরনো ভিডিও !
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement