Unnao: বাড়িতে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে যুবকের যৌনাঙ্গ কেটে পালাল একদল দুষ্কৃতী !

Last Updated:

Unnao, Unknown Criminals Cut Youth's Private Part: উন্নাওয়ের মৌরাওয়ান পুলিশ থানার অন্তর্গত গৌরী গ্রামে ওই যুবক এবং তার পরিবার থাকেন ৷ যুবকের নাম কমলেশ বলে জানা গিয়েছে ৷

The victim has been identified as Kamlesh.
The victim has been identified as Kamlesh.
নয়াদিল্লি: উত্তর প্রদেশের উন্নাওয়ে (Unnao) সাংঘাতিক ঘটনা ! ধারালো অস্ত্র দিয়ে যুবকের গোপানাঙ্গ কেটে ফেলল একদল দুষ্কৃতী ! যুবকের বাড়িতে ঢুকেই এমন কাণ্ড ঘটিয়েছে ওই অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীর দল বলে জানা গিয়েছে ৷ রবিবার বিকেলে এই নৃশংস ঘটনাটি ঘটে বলে জানিয়েছে পুলিশ (Criminals Cut Youth's Private Part in Unnao) ৷
উন্নাওয়ের মৌরাওয়ান পুলিশ থানার অন্তর্গত গৌরী গ্রামে ওই যুবক এবং তার পরিবার থাকেন ৷ যুবকের নাম কমলেশ বলে জানা গিয়েছে ৷ লখনউয়ের এক হাসপাতালে চিকিৎসার জন্য তাঁকে নিয়ে যাওয়া হয় ৷ যুবকের অবস্থা সঙ্কটজনক বলেও জানা গিয়েছে ৷ মৌরাওয়ান পুলিশ স্টেশনে এফআইআর দায়ের করা হয়েছে ৷
advertisement
advertisement
উন্নাওয়ের অ্যাডিশনাল সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ (ASP) শশি শেখর সিং জানিয়েছেন, ‘‘ আমরা ডগ স্কোয়াড নামিয়েছি দুষ্কৃতীদের খুঁজে বের করার জন্য ৷ এক সন্দেহভাজনকে চিহ্নিত করাও গিয়েছে ৷ যার এই ঘটনায় যুক্ত থাকার সম্ভাবনা ৷ এলাকার মানুষজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ এমন ঘটনা কেন তারা ঘটাল, সেই কারণ অনুসন্ধানই চলছে ৷ ’’
advertisement
জানা গিয়েছে, কমলেশের বাড়িতে ঢুকে প্রথমে তাকে বেধড়ক মারধর করে ওই দুষ্কৃতীরা ৷ এরপর ধারালো অস্ত্র দিয়ে তার যৌনাঙ্গ কেটে দিয়ে পালিয়ে যায় তারা ৷ ঘটনার সময় বারান্দায় শুয়েছিলেন কমলেশ ৷ বাড়ির লোকজন ওই দুষ্কৃতীদের আটকানোর চেষ্টা করলেও তাদের সঙ্গে পেরে ওঠেননি ৷ তবে কেন এই ধরণের ঘটনা ঘটল, তার কারণ অনুসন্ধান করছে পুলিশ ৷ ঘটনার পরপরই স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় কমলেশকে ৷ এরপর তাকে আরও ভালো চিকিৎসার জন্য লখনউয়ের একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷
বাংলা খবর/ খবর/ক্রাইম/
Unnao: বাড়িতে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে যুবকের যৌনাঙ্গ কেটে পালাল একদল দুষ্কৃতী !
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement