নয়াদিল্লি: উত্তর প্রদেশের উন্নাওয়ে (Unnao) সাংঘাতিক ঘটনা ! ধারালো অস্ত্র দিয়ে যুবকের গোপানাঙ্গ কেটে ফেলল একদল দুষ্কৃতী ! যুবকের বাড়িতে ঢুকেই এমন কাণ্ড ঘটিয়েছে ওই অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীর দল বলে জানা গিয়েছে ৷ রবিবার বিকেলে এই নৃশংস ঘটনাটি ঘটে বলে জানিয়েছে পুলিশ (Criminals Cut Youth's Private Part in Unnao) ৷
উন্নাওয়ের মৌরাওয়ান পুলিশ থানার অন্তর্গত গৌরী গ্রামে ওই যুবক এবং তার পরিবার থাকেন ৷ যুবকের নাম কমলেশ বলে জানা গিয়েছে ৷ লখনউয়ের এক হাসপাতালে চিকিৎসার জন্য তাঁকে নিয়ে যাওয়া হয় ৷ যুবকের অবস্থা সঙ্কটজনক বলেও জানা গিয়েছে ৷ মৌরাওয়ান পুলিশ স্টেশনে এফআইআর দায়ের করা হয়েছে ৷
আরও পড়ুন-যোগীরাজ্যে কৃষকদের পিষে দেওয়ার ভিডিও ভাইরাল, সরাসরি মোদিকে যে প্রশ্ন করলেন প্রিয়াঙ্কা
উন্নাওয়ের অ্যাডিশনাল সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ (ASP) শশি শেখর সিং জানিয়েছেন, ‘‘ আমরা ডগ স্কোয়াড নামিয়েছি দুষ্কৃতীদের খুঁজে বের করার জন্য ৷ এক সন্দেহভাজনকে চিহ্নিত করাও গিয়েছে ৷ যার এই ঘটনায় যুক্ত থাকার সম্ভাবনা ৷ এলাকার মানুষজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ এমন ঘটনা কেন তারা ঘটাল, সেই কারণ অনুসন্ধানই চলছে ৷ ’’
জানা গিয়েছে, কমলেশের বাড়িতে ঢুকে প্রথমে তাকে বেধড়ক মারধর করে ওই দুষ্কৃতীরা ৷ এরপর ধারালো অস্ত্র দিয়ে তার যৌনাঙ্গ কেটে দিয়ে পালিয়ে যায় তারা ৷ ঘটনার সময় বারান্দায় শুয়েছিলেন কমলেশ ৷ বাড়ির লোকজন ওই দুষ্কৃতীদের আটকানোর চেষ্টা করলেও তাদের সঙ্গে পেরে ওঠেননি ৷ তবে কেন এই ধরণের ঘটনা ঘটল, তার কারণ অনুসন্ধান করছে পুলিশ ৷ ঘটনার পরপরই স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় কমলেশকে ৷ এরপর তাকে আরও ভালো চিকিৎসার জন্য লখনউয়ের একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Uttar Pradesh