Sara Ali Khan: 'পাপ করলে ঢুকতে পারবে না', মন্দিরে ঢোকার আগে এই শুনে কী বলেছিলেন সারা আলি খান

Last Updated:

জীবনে পাপ করে থাকলে, এই পুণ্য স্থলে তিনি ঢুকতে পারবেন না। প্রবেশ করার আগেই সারাকে এমন বলে দেওয়া হয়।

#মুম্বই: সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় অভিনেত্রী সারা আলি খান (Sara Ali Khan)। মাঝেমধ্যেই বাক্স-পেটরা গুছিয়ে বেড়াতে বের হন তিনি। কখনো জয়পুর, আবার কখনো গোয়া। সেখান থেকেই নানা রকমের ভিডিও অনুরাগীদের সঙ্গে শেয়ার করে সারা। বৈষ্ণোদেবী থেকেও ঘুরে এসেছেন তিনি। কিন্তু জীবনে পাপ করে থাকলে, এই পুণ্য স্থলে তিনি ঢুকতে পারবেন না। প্রবেশ করার আগেই সারাকে এমন বলে দেওয়া হয়। সেই ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী।
সেই সময়ে সারার ঘোড়ার যিনি দেখাশোনা করছিলেন তিনি অভিনেত্রীকে বলেন, জীবনে কোন পাপ করে থাকলে, তিনি বৈষ্ণোদেবী তে ঢুকতে পারবেন না। অবাক হয়ে সারা তখন জিজ্ঞাসা করেন, "তার মানে আমি যদি পাপ করে থাকি তাহলে ভগবানের দর্শন পাবো না? আমি ভিতরে ঢুকতেই পারবো না?"
এই ভিডিওর সারাকে কখনো ইন্ডিয়া গেট এর সামনে আবার কখনও বিহারে দেখা যায়। ভিডিওয় দেখা যাচ্ছে মাথায় এক বান্ডিল ঘাস নিয়ে বিহারের গ্রামে ঘুরে বেড়াচ্ছেন। জয়পুর থেকেও তাঁকে ভিডিও করতে দেখা যায়। ভিডিও শেয়ার করে ক্যাপশনে সারা লিখছেন, "নমস্কার দর্শকরা। দিল্লির ইন্ডিয়া গেট থেকে বিহারের ক্ষেত পর্যন্ত সবাইকে নমস্কার।"
advertisement
advertisement
advertisement
প্রসঙ্গত, কিছুদিন আগেই একটি ভিডিও শেয়ার করে সারা জানান তাঁর নাকে আঘাত লেগেছে। ভিডিও শেয়ার করে ক্যাপশনে সারা লিখেছেন, 'ক্ষমা কোরো আম্মা আব্বা, নাক কেটে ফেললাম আমি'। খানিক মজার ছলেই নিজের নাক কেটে ফেলার ঘটনাকে মা অমৃতা সিং ও বাবা সইফ আলি খানকে জানিয়েছেন নায়িকা। প্রসঙ্গত, সারা এই মুহূর্তে তাঁর আসন্ন ছবি 'আতরাঙ্গি রে'-র মুক্তির জন্য প্রস্তুত। এই ছবিতে তাঁর সঙ্গে দেখা যাবে অক্ষয় কুমার ও ধনুশকে। করোনাভাইরাসের অতিমারির জন্যই এই ছবির মুক্তি পিছিয়ে গিয়েছে।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Sara Ali Khan: 'পাপ করলে ঢুকতে পারবে না', মন্দিরে ঢোকার আগে এই শুনে কী বলেছিলেন সারা আলি খান
Next Article
advertisement
Suvendu Adhikari Challenges Mamata Banerjee: 'নন্দীগ্রামের থেকেও বেশি ভোটে ভবানীপুরে মমতাকে হারাবো', ছাব্বিশের আগে হুঙ্কার শুভেন্দুর
'নন্দীগ্রামের থেকেও বেশি ভোটে ভবানীপুরে মমতাকে হারাবো', ছাব্বিশের আগে হুঙ্কার শুভেন্দুর
  • এবার ভবানীপুরে শুভেন্দু বনাম মমতা?

  • ভবানীপুরেও মমতাকে হারানোর হুঙ্কার শুভেন্দুর৷

  • নন্দীগ্রামের থেকেও বেশি ভোটে হারানোর চ্যালেঞ্জ৷

VIEW MORE
advertisement
advertisement