Salman Khan | Bigg Boss: "এই একটা সম্পর্কই টিকে গেল আমার", কার ব্যাপারে এমন মন্তব্য করলেন সলমন খান

Last Updated:

Salman Khan | Bigg Boss: ব্যক্তিগত সম্পর্ক নিয়েও বার বার খবরের শিরোনামে উঠে এসেছেন সলমন। তাঁর প্রেমিকার লম্বা তালিকা বলিউডে গসিপের আলোচ্য বিষয়।

বিয়ে নিয়ে ভবিষ্যতে কি পরিকল্পনা! গায়িকার প্রশ্নে মুখ খুললেন সলমন
বিয়ে নিয়ে ভবিষ্যতে কি পরিকল্পনা! গায়িকার প্রশ্নে মুখ খুললেন সলমন
#মুম্বই: বলিউডের সুপারস্টার সলমন খান (Salman Khan) বিতর্কে জড়িয়েছেন একাধিকবার। ব্যক্তিগত সম্পর্ক নিয়েও বার বার খবরের শিরোনামে উঠে এসেছেন তিনি। তাঁর প্রেমিকার লম্বা তালিকা বলিউডে গসিপের আলোচ্য বিষয়। ঐশ্বর্য রাই বচ্চন থেকে শুরু করে ক্যাটরিনা কাইফ সহ বহু অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত কোনও সম্পর্কই স্থায়ী হয়নি। একটা সময়ে এসে সম্পর্কে ভেঙে গিয়েছে। কিছু ক্ষেত্রে বিচ্ছেদের সময়ে তিক্ততাও দেখা গিয়েছে। কিন্তু একজনের সঙ্গে সম্পর্ক থেকে গিয়েছে সলমনের।
অভিনেতা বলেছেন, এতদিন পর্যন্ত কারও সঙ্গে তাঁর সম্পর্ক টেকেনি। ভাবছেন তো কার কথা বলেছেন তিনি? সলমন (Salman Khan) আসলে বিগবসের (Bigg Boss) কথা বলেছেন। কারণ ২০১০ সাল থেকে টানা তিনিই এই শোয়ের সঞ্চালনা করে চলেছেন। সম্প্রতি শেষ হয়েছে বিগবস ওটিটি। এবার টিভির পর্দায় ফের এই বহু প্রতীক্ষীত রিয়্যালিটি শো ফিরিয়ে আনতে চলেছেন সলমন খান। আগামী ২ অক্টোবর থেকে টিভির পর্দায় শুরু হতে চলেছে এই শো।
advertisement
এবার বিগবসের ১৫ (Bigg Boss 15) তম সিজন। সলমন এই শো সঞ্চালনা করছেন চতুর্থ সিজন থেকে। মধ্যপ্রদেশের পেনচ ন্যাশনাল পার্কের এক‌টি ইভেন্টে সলমন সম্প্রতি বলেন যে, কালার্সে সবচেয়ে দীর্ঘকালীন এই রিয়্যালি‌টি শো তাঁর জীবনেও স্থিরতা এনেছে। অভিনেতার কথায়, "বিগবসের সঙ্গেই বোধহয় আমার একমাত্র এতদিন সম্পর্ক টিকে থাকল। আমার জীবনে কিছু স্থিরতা এনেছে বিগবস। বিগবস যেই সময়টায়ে শেষ হয় তখন থেকেই আমরা পরবর্তী সিজনে কবে আবার একত্র হবো, তা ভাবতে থাকি।"
advertisement
advertisement
বিগবসের (Bigg Boss) সঙ্গে কিছু চারিত্রিক মিলও নাকি আছে তাঁর। সলমন (Salman Khan) বলছেন, "আমরা দুজনেই অবিবাহিত। অন্য কারও হস্তক্ষেপ ছাড়াই আমরা দুজনেই নিজেদেরকে বস ভাবতে পারি। বিগবসও কিছু চান। আমিও কিছু চাই। কিন্তু আমি যা চাই তা পাই না। আমি আশা করছি কালার্স আমার পারিশ্রমিক বাড়িয়ে দেবে।"
advertisement
এই ইভেন্টেই বিগবস নির্মাতা জানিয়েছেন কারা কারা এবার অংশ নিতে পারেন। তাঁদের মধ্যে আছেন অভিনেত্রী শিল্পা শেট্টি,কোরিয়োগ্রাফার নিশান্ত ভাট। নিশান্ত ও শমিতা বিগবস ওটিটি-তে প্রথম ও দ্বিতীয় রানার্স আপ হয়েছেন। বিগবস ওটিটি-তে জয়ী হয়েছেন দিব্যা আগরওয়াল। বিগবস ১৫-তে এছাড়াও দেখা যাবে শ্বেতা তিওয়ারি, রুবিনা দিলায়েক ও গৌহর খানকে।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Salman Khan | Bigg Boss: "এই একটা সম্পর্কই টিকে গেল আমার", কার ব্যাপারে এমন মন্তব্য করলেন সলমন খান
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement