Rhea Chakraborty: রিয়া এখন 'ডাইনি' থেকে 'সবচেয়ে কাঙ্ক্ষিত মহিলা'! 'চেহরে' মুক্তির আগে অভিনেত্রীর উপর অগাধ ভরসা পরিচালকের

Last Updated:

Rhea Chakraborty: ২০২০-তে অভিনেতা সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) মৃত্যুর পরে একদল নেটিজেন কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন রিয়াকে।

#মুম্বই: ফের খবরে অভিনেত্রী রিয়া চক্রবর্তী (Rhea Chakraborty)। ২০২-তে অভিনেতা সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) মৃত্যুর পরে একদল নেটিজেন কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন রিয়াকে। এমনকি রিয়াকে দেওয়া হয়েছিল ডাইনি অপবাদও। কিন্তু বছর ঘুরতেই বদলে গিয়েছে চিত্রটা। এবছর নাকি তিনি সবচেয়ে কাঙ্ক্ষিত মহিলা। এমনই মনে করছেন পরিচালক রুমি জাফরি।
রুমি জাফরি এক সংবাদমাধ্যমের কাছে বলেছেন, রিয়াকে যাঁরা সমর্থন করেছেন তাঁদের জন্য তাঁর অগাধ শ্রদ্ধা রয়েছে। রুমি জাফরির ছবি 'চেহরে'-তে অভিনয় করেছেন রিয়া। কিন্তু করোনার জন্য সেই ছবি মুক্তির সময় পিছিয়েছে ক্রমশ। তবে এই ছবিতে রিয়ার ভাবমূর্তি খুব একটা প্রভাব ফেলবে না বলেই মনে করেন রুমি জাফরি।
রুমি বলছেন, "রিয়ার ব্যক্তিগত জীবনের বিতর্ক এই ছবিতে প্রভাব ফেলবে বলে আমার মনে হয় না। আমার মনে হয়েছিল যে ছবিটি গত বছর মুক্তি পেলে এই বিষয়টি প্রভাব ফেলবে। সবাই জানে সুশান্তের মৃত্যুর পরে কী হয়েছিল এবং রিয়া গ্রেফতার হয়েছিল। গত বছর ওকে ডাইনি, গোল্ডডিগার , আরও কত কী বলা হয়েছিল। আর এই বছর তাঁকে সবচেয়ে কাঙ্ক্ষিত মহিলা বলা হচ্ছে। তাই বোঝাই যায় মানুষের দৃষ্টিভঙ্গিতেও তফাৎ এসেছে। তাই আমার মনে হয় না ছবিতে কোনও খারাপ প্রভাব পড়বে গত বছরের রিয়ার সঙ্গে যা হয়েছে তার জন্য।"
advertisement
advertisement
রিয়া সম্পর্কে রুমি জাফরি আরও বলছেন, "রিয়া একজন খুবই ভালো মানুষ। ভালো পরিবার থেকে ও এসেছে। আপনারা যখন চেহরে-তে ওকে দেখবেন, বুঝবেন অভিনেতা হিসেবে তিনি কত ভালো। চরিত্রটির সঙ্গে ও সুবিচার করেছে।"
অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে সোশ্যাল মিডিয়ার সঙ্গে দূরত্ব বজায় রাখছিলেন তিনি। কারণ সুশান্তের মৃত্যুর জন্য তাঁকেও দায়ী করছিলেন নেটিজেনরা। ঘটনায় মাদকযোগ বড় আকার নেওয়ার পরে গ্রেফতারও হন অভিনেত্রী। তবে জেল থেকে মুক্তি পাওয়ার পরেও তিনি দূরেই থাকছিলেন সামাজিক মাধ্যম থেকে। তবে আবার তিনি চেহরে ছবির মাধ্যমে দর্শকদের কাছে ফিরছেন।
advertisement
আগামী ২৭ অগাস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে রুমি জাফরি পরিচালিত চেহরে। ছবিতে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন ও ইমরান হাশমি। সুশান্তের সঙ্গেও ভালো সম্পর্ক ছিল রুমির। মৃত্যুর আগে সুশান্তের সঙ্গে রুমির একটি ছবি নিয়ে কথাবার্তা চলছিল। সেই ছবিতে প্রধান জুটি হিসেবে ছিলেন রিয়া ও সুশান্তই। ২০২০-র মাঝামাঝি সময়ে ছবির শ্যুটিং শুরু হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই মৃত্যু হয় সুশান্তের।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Rhea Chakraborty: রিয়া এখন 'ডাইনি' থেকে 'সবচেয়ে কাঙ্ক্ষিত মহিলা'! 'চেহরে' মুক্তির আগে অভিনেত্রীর উপর অগাধ ভরসা পরিচালকের
Next Article
advertisement
আচমকা পদত্যাগ হাওড়া পুরসভার চেয়ারম্যানের! ফিরহাদকে পাঠালেন পদত্যাগপত্র, নেপথ্যে কী কারণ? যা জানালেন সুজয় চক্রবর্তী
আচমকা পদত্যাগ হাওড়া পুরসভার চেয়ারম্যানের! ফিরহাদকে পাঠালেন পদত্যাগপত্র, নেপথ্যে কী কারণ?
  • হাওড়া পুরসভার চেয়ারম্যান পদ থেকে পদত্যাগের জন্য আবেদন জানিয়ে পদত্যাগ পত্র পাঠালেন সুজয় চক্রবর্তী। ২৫ তারিখ পুরসভার চেয়ারম্যান পদ থেকে পদত্যাগের জন্য চেয়ারম্যানের তরফে একটি পদত্যাগ পত্র পাঠানো হয়েছে

VIEW MORE
advertisement
advertisement