সঞ্জয় দত্তকে ‘সঞ্জু’ দেখাতে ভয় পেয়েছিলেন পরিচালক ! কেন ?

Last Updated:

শহরে থুড়ি দেশ জুড়ে এখন একটাই নাম ‘সঞ্জু’ ৷ প্রশংসায় মঞ্চমুখ সাধারণ দর্শ থেকে সমালোচকরাও ৷ একে রাজু হিরানির ছবি, তায় রণবীরের দুর্দান্ত অভিনয়, সেও আবার সঞ্জয় দত্তের মতো বিতর্কিত চরিত্রের বায়োপিক ৷ সবটা মিলিয়ে যেন জমে ক্ষীর ৷

#মুম্বই: শহরে থুড়ি দেশ জুড়ে এখন একটাই নাম ‘সঞ্জু’ ৷ প্রশংসায় মঞ্চমুখ সাধারণ দর্শ থেকে সমালোচকরাও ৷ একে রাজু হিরানির ছবি, তায় রণবীরের দুর্দান্ত অভিনয়, সেও আবার সঞ্জয় দত্তের মতো বিতর্কিত চরিত্রের বায়োপিক ৷ সবটা মিলিয়ে যেন জমে ক্ষীর ৷
কিন্তু সেই ছবিই নাকি প্রথমে সঞ্জয় দত্তকে দেখাতে ভয় পেয়েছিলেন ‘সঞ্জু’ ছবির পরিচালক রাজকুমার হিরানি ৷ কিন্তু কেন ? সম্প্রতি ইলেকট্রনিক সংবাদ মাধ্যমে দেওয়া একটি সাক্ষাৎকারে রাজকুমার স্বীকারও করে নেন সে কথা ৷ জানান, স্পেশ্যাল স্ক্রিনিংয়ের দিন সত্যিই ভয় পেয়েছিলেন তিনি ৷ কারণ যাঁকে নিয়ে গোটা সিনেমাটা তৈরি হয়েছে শুটিং চলাকালীন একবারও লোকেশনে যাননি তিনি ৷ কোন পথে, কীভাবে শুটিং চলছে কিছুই দেখেননি রিয়েল লাইফের সঞ্জু ৷ ফলে টেনশন ছিলই ৷
advertisement
স্ক্রিনিংয়ের আগে রাজকুমার ভেবেছিলেন, ছবি দেখে হয়তো মারতে আসবেন সঞ্জয় ৷ স্ক্রিনিংয়ের সময় পরিচালকের পাশে বসেই গোটা সিনেমাটি দেখেছিলেন সঞ্জয় ৷ সে সময় ছবি দেখার থেকে নাকি সঞ্জয়ের প্রতিক্রিয়া বেশি দেখছিলেন রাজু ৷ ছবি শেষ হওয়ার পর কিছু না বলে পরিচালক আর রণবীরকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেছিলেন সঞ্জয় ৷
advertisement
advertisement

view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
সঞ্জয় দত্তকে ‘সঞ্জু’ দেখাতে ভয় পেয়েছিলেন পরিচালক ! কেন ?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement