‘সঞ্জু’র থেকে বাদ পড়েছেন সঞ্জয় দত্তের জীবনের এই ৫ নারী!

Last Updated:
1/6
• বক্স অফিস ফাটিয়ে দিচ্ছেন সঞ্জয়-রণবীর জুটি ৷ ভেঙে ফেলেছেন একগাদা রেকর্ডও ৷ তেজি ঘোড়ার মন এখন শুধুই ছুটে চলেছে রাজকুমার হিরানির এই ছবি ৷ সবার মুখেই শুধু প্রশংসা আর প্রশংসা ৷ কিন্তু তাও সব পাওয়ার মধ্যেও তো অপ্রাপ্তি থেকেই যায় ৷ তেমনই ‘সঞ্জু’তেও দেখা মেলে না এমন পাঁচ নারীর যাঁরা নাকি সঞ্জুবাবার জীবনের নানা মোড়ে, নানা গুরুত্বপূর্ণ ভূমিকায় পাঠ করেছিলেন ৷ কিন্তু রিল লাইফে প্রায় দেখা মেলল না তাঁদের ৷ ছবি: ট্যুইটারের সৌজন্যে ৷
• বক্স অফিস ফাটিয়ে দিচ্ছেন সঞ্জয়-রণবীর জুটি ৷ ভেঙে ফেলেছেন একগাদা রেকর্ডও ৷ তেজি ঘোড়ার মন এখন শুধুই ছুটে চলেছে রাজকুমার হিরানির এই ছবি ৷ সবার মুখেই শুধু প্রশংসা আর প্রশংসা ৷ কিন্তু তাও সব পাওয়ার মধ্যেও তো অপ্রাপ্তি থেকেই যায় ৷ তেমনই ‘সঞ্জু’তেও দেখা মেলে না এমন পাঁচ নারীর যাঁরা নাকি সঞ্জুবাবার জীবনের নানা মোড়ে, নানা গুরুত্বপূর্ণ ভূমিকায় পাঠ করেছিলেন ৷ কিন্তু রিল লাইফে প্রায় দেখা মেলল না তাঁদের ৷ ছবি: ট্যুইটারের সৌজন্যে ৷
advertisement
2/6
• ত্রিশলা দত্ত: সঞ্জয়ের প্রথম পক্ষের মেয়ে ত্রিশলার সঙ্গে সঞ্জয়ের বন্ডিং সম্পর্কে সকলেই জানেন ৷ প্রথম পক্ষের স্ত্রী রিচা শর্মা মারা যাওয়ার পর আমেরিকায় চলে যান ত্রিশলা ৷ কিন্তু বাবার সব কাজে, সব সিদ্ধান্তে সবসময় পাশে থেকেছেন মেয়ে ৷ সে মান্যতাকে বিয়ে হোক বা তাঁকে বাদ দিয়ে বায়োপিক করার সিদ্ধান্ত, সবেতেই পাশে ছিলেন ত্রিশলা ৷ ছবি: ট্যুইটারের সৌজন্যে ৷
• ত্রিশলা দত্ত: সঞ্জয়ের প্রথম পক্ষের মেয়ে ত্রিশলার সঙ্গে সঞ্জয়ের বন্ডিং সম্পর্কে সকলেই জানেন ৷ প্রথম পক্ষের স্ত্রী রিচা শর্মা মারা যাওয়ার পর আমেরিকায় চলে যান ত্রিশলা ৷ কিন্তু বাবার সব কাজে, সব সিদ্ধান্তে সবসময় পাশে থেকেছেন মেয়ে ৷ সে মান্যতাকে বিয়ে হোক বা তাঁকে বাদ দিয়ে বায়োপিক করার সিদ্ধান্ত, সবেতেই পাশে ছিলেন ত্রিশলা ৷ ছবি: ট্যুইটারের সৌজন্যে ৷
advertisement
3/6
• রিয়া পিল্লাই: ১৯৯৮-এ রিয়াকে বিয়ে করেছিলেন সঞ্জয় ৷ যদিও বিয়ের কিছু বছরের মধ্যে বিচ্ছেদও হয়ে যায় তাঁদের ৷ পিল্লাইয়ের উল্লেখও পাওয়া যাবে না এই ছবিতে ৷ ছবি: ট্যুইটারের সৌজন্যে ৷
• রিয়া পিল্লাই: ১৯৯৮-এ রিয়াকে বিয়ে করেছিলেন সঞ্জয় ৷ যদিও বিয়ের কিছু বছরের মধ্যে বিচ্ছেদও হয়ে যায় তাঁদের ৷ পিল্লাইয়ের উল্লেখও পাওয়া যাবে না এই ছবিতে ৷ ছবি: ট্যুইটারের সৌজন্যে ৷
advertisement
4/6
• রিচা শর্মা: সঞ্জয় দত্তের প্রথম পক্ষের স্ত্রী ৷ দেব আনন্দের সঙ্গে ‘হম নওজয়ান’ দিয়ে বলিউডে এসেছিলেন রিচা ৷ এরপর ‘অনুভব’, ‘ইনসাফ কি আওয়াজ’, ‘সাদাক চাপ’, ‘আগ হি আগ’ ছবিতে দেখা গিয়েছিল রিচাকে ৷ কিন্তু সাফল্য পাননি তেমন ৷ ’৮৭-তে নিউ ইয়র্কে সঞ্জয়ের সঙ্গে বিয়ে হয় তাঁর ৷ দি’বছর পর ত্রিশলার জন্ম ৷ এরপরেই ব্রেন টিউমর ধরা পড়ে রিচার ৷ নিউ ইয়র্কে ১৯৯৬ সালে মারা যান রিচা ৷ ‘সঞ্জু’ ছবিতে কোথাও খুঁজে পাওয়া যাবে না সঞ্জয়ের প্রথম স্ত্রীকে ৷ ছবি: ট্যুইটারের সৌজন্যে ৷
• রিচা শর্মা: সঞ্জয় দত্তের প্রথম পক্ষের স্ত্রী ৷ দেব আনন্দের সঙ্গে ‘হম নওজয়ান’ দিয়ে বলিউডে এসেছিলেন রিচা ৷ এরপর ‘অনুভব’, ‘ইনসাফ কি আওয়াজ’, ‘সাদাক চাপ’, ‘আগ হি আগ’ ছবিতে দেখা গিয়েছিল রিচাকে ৷ কিন্তু সাফল্য পাননি তেমন ৷ ’৮৭-তে নিউ ইয়র্কে সঞ্জয়ের সঙ্গে বিয়ে হয় তাঁর ৷ দি’বছর পর ত্রিশলার জন্ম ৷ এরপরেই ব্রেন টিউমর ধরা পড়ে রিচার ৷ নিউ ইয়র্কে ১৯৯৬ সালে মারা যান রিচা ৷ ‘সঞ্জু’ ছবিতে কোথাও খুঁজে পাওয়া যাবে না সঞ্জয়ের প্রথম স্ত্রীকে ৷ ছবি: ট্যুইটারের সৌজন্যে ৷
advertisement
5/6
• প্রিয়া দত্ত: সঞ্জু-প্রিয়ার বন্ধনের কথা কে না জানেন ? বোন প্রিয়ার সঙ্গে দারুণ দস্তি সঞ্জয়ের ৷ শুধু তাই নয়, ভাইয়ের প্রতিটি লড়াইয়ে, জীবনের সমস্ত যুদ্ধে খুঁটির মতো পাশে থেকেছেন প্রিয়া ৷ ছবিতে একটুর জন্য উদয় হয়েও মিলিয়ে যায় প্রিয়ার চরিত্রটি ৷ সমালোচকরা বলছেন, প্রিয়ার মতো এত গুরুত্বপূর্ণ চরিত্রটি আরও একটু বিশদে দেখালে বোধহয় ভালই হত ৷ ছবি: ট্যুইটারের সৌজন্যে ৷
• প্রিয়া দত্ত: সঞ্জু-প্রিয়ার বন্ধনের কথা কে না জানেন ? বোন প্রিয়ার সঙ্গে দারুণ দস্তি সঞ্জয়ের ৷ শুধু তাই নয়, ভাইয়ের প্রতিটি লড়াইয়ে, জীবনের সমস্ত যুদ্ধে খুঁটির মতো পাশে থেকেছেন প্রিয়া ৷ ছবিতে একটুর জন্য উদয় হয়েও মিলিয়ে যায় প্রিয়ার চরিত্রটি ৷ সমালোচকরা বলছেন, প্রিয়ার মতো এত গুরুত্বপূর্ণ চরিত্রটি আরও একটু বিশদে দেখালে বোধহয় ভালই হত ৷ ছবি: ট্যুইটারের সৌজন্যে ৷
advertisement
6/6
• টিনা মুনিম: গভীর প্রেমের সম্পর্ক ছিল টিনা মুনিম(অম্বানি)-র সঙ্গে ৷ কিন্তু ছবিতে এই চরিত্রটাই নেই ৷ অনেকেই মনে করেছেন, সোনম কাপুর সম্ভবত টিনার চরিত্রে অভিনয় করেছেন ৷ কিন্তু আসলে সোনমের চরিত্রটি মাধুরী দীক্ষিতের ৷ ছবিতে দেখা যায়, সোনম একজন এনআরআই-কে বিয়ে করেছেন ৷ ছবি: ট্যুইটারের সৌজন্যে ৷
• টিনা মুনিম: গভীর প্রেমের সম্পর্ক ছিল টিনা মুনিম(অম্বানি)-র সঙ্গে ৷ কিন্তু ছবিতে এই চরিত্রটাই নেই ৷ অনেকেই মনে করেছেন, সোনম কাপুর সম্ভবত টিনার চরিত্রে অভিনয় করেছেন ৷ কিন্তু আসলে সোনমের চরিত্রটি মাধুরী দীক্ষিতের ৷ ছবিতে দেখা যায়, সোনম একজন এনআরআই-কে বিয়ে করেছেন ৷ ছবি: ট্যুইটারের সৌজন্যে ৷
advertisement
advertisement
advertisement