Bollywood News|| বনশালির অপার লীলা! বৈজু বাওরার চরিত্রে শেষমেশ পাকা পছন্দের অভিনেতাই

Last Updated:

Ranveer Singh: ওয়েব সিরিজে হিরা মান্ডি (Heera Mandi) বাদ দিলে সঞ্জয় দীর্ঘ দিন ধরে চাইছিলেন বৈজু বাওরাকে নিয়ে ছবি করতে।

#মুম্বই: সঞ্জয় লীলা বনশালির (Sanjay Leela Bhsnsali) স্বপ্নের প্রজেক্ট হল বৈজু বাওরা (Baiju Bawra)। অবশ্য নিন্দুকেরা বলেন যে পরিচালকের সব ছবিই এত বেশি মাত্রায় লার্জার দ্যান লাইফ হয় যে সব ছবিই স্বপ্নের মতোই মনে হয়। একই রকম স্বপ্নের প্রজেক্ট ছিল গঙ্গুবাঈ কাথিওয়াড়িও (Gangubai Kathiawadi)। তবে সেই ছবির ট্রেলার দর্শকদের খুশি করতে পারেনি। দুঁদে মাফিয়ার চরিত্রে নেহাতঈ দুগ্ধপোষ্য বলে মনে হচ্ছে আলিয়া ভাটকে (Alia Bhatt), এই কথাও শুনতে হয়েছে। যাই হোক, ওয়েব সিরিজে হিরা মান্ডি (Heera Mandi) বাদ দিলে সঞ্জয় দীর্ঘ দিন ধরে চাইছিলেন বৈজু বাওরাকে নিয়ে ছবি করতে।
কোন অভিনেতাকে তিনি এই চরিত্র দেবেন, সেই নিয়ে হালে বিস্তর জলঘোলা হয়েছে বলিউডে। প্রথমে শোনা যাচ্ছিল যে এই চরিত্র করবেন রণবীর কাপুর (Ranbir Kapoor)। কিন্তু ইন্ডাস্ট্রির সবাই জানেন যে রণবীরের সঙ্গে পরিচালকের আদায় কাঁচকলায় সম্পর্ক। সঞ্জয়ের হাত ধরেই বলিউডে প্রবেশ করলেও পরিচালকের কাজে সন্তুষ্ট নন রণবীর। ফলে সাওয়ারিয়ার (Sawariyaa) পর তাঁরা আর একসঙ্গে কাজ করেননি। তাছাড়া রণবীরের হাতে এখন বেশ কিছু ছবি আছে। সেগুলো শেষ না করে বৈজু বাওরা করার কোনও ইচ্ছে তিনি প্রকাশ করেননি।
advertisement
এরপর ময়দানে নামেন কার্তিক আরিয়ান (Kartik Aaryan)। সঞ্জয়ের অফিসের বাইরে বার কতক কার্তিক আরিয়ানকে দেখা গিয়েছে বলেই জোর গুজব রটে যায় যে বৈজু বাওরা করছেন কার্তিকই। এর সঙ্গে অনেকে দু'য়ে দু'য়ে চার করেন দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone) নামও। কারণ একই দিনে সঞ্জয়ের অফিসে তাঁকেও দেখা গিয়েছে। যদিও কার্তিক আর দীপিকা আলাদা সময়ে এসেছিলেন তবু বাজারে রটে যায় যে এঁরা দু'জনেই এই ছবি করছেন। সঞ্জয় নিজেও একবার দীপিকা আর কার্তিককে একসঙ্গে নিয়ে কাজ করতে চেয়েছিলেন, সুতরাং সব মিলিয়ে একটা গল্প তৈরি হয়ে যায়।
advertisement
advertisement
অবশেষে জানা গিয়েছে যে এই চরিত্র করছেন অন্য রণবীর অর্থাৎ রণবীর সিং (Ranveer Singh)। সূত্রের খবর অনুযায়ী কিছু আইনি ব্যবস্থা এখন বাকি আছে আর তার পরেই রণবীরের নাম নিজেই ঘোষণা করবেন পরিচালক। সব কিছু ঠিক থাকলে এই ছবিতে থাকবেন অজয় দেবগণ, দীপিকা আর আলিয়াও!
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Bollywood News|| বনশালির অপার লীলা! বৈজু বাওরার চরিত্রে শেষমেশ পাকা পছন্দের অভিনেতাই
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement