সুশান্ত সিং রাজপুতকে শেষ শ্রদ্ধা জানাতে পটনার বাড়িতে গেলেন নানা পটেকর !
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
সুশান্তের মৃত্যুতে যে প্রতিবাদের ঝড় উঠেছে তা এর আগে দেখেনি বলিউড ।
#মুম্বই: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে শোকাহত বলিউড সহ গোটা দেশ। চনমনে মিষ্টি স্বভাবের ছেলেটা এভাবে চলে যেতে পারে তা বোধ হয় কেউ এখনও বিশ্বাস করে উঠতে পারছেন না। ১৪ জুন বান্দ্রায়, নিজের বাড়িতে উদ্ধার হয় সুশান্তের মৃত দেহ৷ পুলিশ জানিয়েছে যে আত্মহত্যা করেছেন সুশান্ত সিং রাজপুত৷ ময়নাতদন্তে জানা গিয়েছে যে, গলায় ফাঁস দেওয়ার ফলে শ্বাসরোধ হয়ে তাঁর মৃত্যু হয়েছে৷ তবে কী কারণে এই মৃত্যু সেটা স্পষ্ট না হলেও, বলিউডে চলতে থাকা নানা অপসংস্কৃতির বিরুদ্ধে অভিযোগ উঠেছে৷ পক্ষপাতিত্ব, কাজ না দেওয়া ছাড়াও নানা রকম কর্মকাণ্ডের কথা উঠে এসেছে৷ ইতিমধ্যেই অনেককে জেরা করেছে পুলিশ৷
তবে আপাতত এসবের থেকে বহুদূরে রয়েছে সুশান্তের পরিবার৷ তাঁরা শোকতাপে জর্জরিত৷ সুশান্তের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ছবি, খেলাধূলা এবং বিজ্ঞানচর্চায় উঠতি প্রতিভাদের সাহায্যের জন্য তাঁরা সুশান্তের নামে একটি সংগঠন শুরু করবেন৷ সুশান্ত সিং রাজপুত ফাউন্ডেশনের পক্ষ থেকে এদের সকলকে আর্থিক সাহায্য করা হবে৷
advertisement
advertisement
সুশান্তের শেষকৃত্যও হয়ে গিয়েছে। সুশান্তের দিদি ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন সুশান্তের ছবি। ছবির সামনে বসে রয়েছেন সর্বহারা বাবা, ও দিদি সহ গোটা পরিবার। এই দিন সুশান্তের পরিবারের সঙ্গে দেখা করতে গেলেন নানা পটেকর। নানা পটেকর কোনও কাজ করেননি সুশান্তের সঙ্গে। তবে এইভাবে একটা ছটফটে ৩৪ বছরের ছেলের মৃত্যু মেনে নিতে পারছেন না তিনিও। শোকাহত নানাও। তাই শেষ শ্রদ্ধা জানাতে সুশান্তের পটনার বাড়িতে পৌঁছে যান তিনি। বাবার সঙ্গে কথাও বলেন সুশান্তকে নিয়ে। সুশান্তের মৃত্যু পরিকল্পিত কিনা তা হয়তো জানা যাবে, কিংবা যাবে না। তবে যারা একবার চলে যাব তাঁরা তো আর ফেরে না। যেভাবে আর কোনও দিনই ফিরবেন না দিব্যা ভারতী। তাঁর মৃত্যুর ধোঁয়াশাও হয়তো কোনও দিন কাটবে না। তবে সুশান্তের মৃত্যুতে যে প্রতিবাদের ঝড় উঠেছে তা এর আগে দেখেনি বলিউড ।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 30, 2020 10:37 PM IST