Nagarjuna on Sam and Chay Separation: ছেলে চৈতন্য ও বউমা সামান্থার বিবাহ-বিচ্ছেদ নিয়ে এবার মুখ খুললেন নাগার্জুন!
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
ট্যুইটারে একটি বিবৃতি জারি করে নিজের মনের কথায় শেয়ার করেছেন তিনি (Nagarjuna on Sam and Chay Separation)।
#মুম্বই: ছেলে নাগা চৈতন্য (Naga Chaitanya) ও বউমা সামান্থা রুথ প্রভু (Samantha Ruth Prabhu) তাঁদের চার বছরের দাম্পত্য ভেঙে ফেলেছেন। সোশ্যাল মিডিয়ায় সর্বসমক্ষে ঘোষণা করেছেন বিয়ে ভাঙার কথা। নাগা চৈতন্যর বাবা, দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির সুপারস্টার নাগার্জুন (Nagarjuna) এবার মুখ খুললেন ছেলের বিবাহ-বিচ্ছেদ নিয়ে (Nagarjuna on Sam and Chay Separation)। ট্যুইটারে একটি বিবৃতি জারি করে নিজের মনের কথায় শেয়ার করেছেন তিনি (Nagarjuna on Sam and Chay Separation)। সামান্থা ও চৈতন্যর এভাবে আলাদা হয়ে যাওয়াকে অত্যন্ত দুর্ভাগ্যজনক বলেই ব্যাখ্যা করেছেন অভিনেতা (Nagarjuna on Sam and Chay Separation)।
ট্যুইটারে নাগার্জুন (Nagarjuna) লিখেছেন, 'খুবই মন খারাপের সঙ্গে জানাচ্ছি, আমাকে এটা বলতে দিন, স্যাম ও চৈয়ের মধ্যে যা হয়েছে তা খুবই দু্র্ভাগ্যজনক। স্বামী ও স্ত্রীয়ের মধ্যে যা ঘটে তা অত্যন্ত ব্যক্তিগত। স্যাম ও চৈ দু'জনেই আমার খুব প্রিয়। আমার পরিবার চিরকাল স্যামের সঙ্গে কাটানো মুহূর্তগুলো মনে রাখবে। এবং চিরকাল ও আমাদের প্রিয় থাকবে। ঈশ্বর ওদের দুজনকেই শক্তি দিন।' নাগার্জুনের প্রথম স্ত্রী লক্ষ্মী ডগ্গুবাতির সঙ্গে সন্তান হলেন নাগা চৈতন্য। ১৯৯০ সালে তাঁদের ডিভোর্স হয়ে যায়। এর পর নাগার্জুন ১৯৯২ সালে অমলাকে বিয়ে করেন। তাঁদের ছেলে অখিলও একজন অভিনেতা।
advertisement
— Nagarjuna Akkineni (@iamnagarjuna) October 2, 2021
advertisement
আরও পড়ুন: যত দোষ... সামান্থা-নাগা বিচ্ছেদে এই বলিউড 'সুপারস্টার'কে দায়ী করলেন কঙ্গনা রানাওয়াত! দিলেন যুক্তি
গত মাসের শুরু থেকেই দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির দুই তারকা অভিনেতার বিবাহ-বিচ্ছেদ নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছিল। অবশেষে সেই জল্পনাই সত্যি হল (Samantha Ruth Prabhu Naga Chaitanya Separation)। শনিবার আনুষ্ঠানিক ভাবে বিয়ে ভাঙার ঘোষণা করেন অভিনেত্রী সামান্থা রুথ (Samantha Ruth Prabhu) প্রভু ও নাগার্জুনের ছেলে অভিনেতা নাগা চৈতন্য (Naga Chaitanya)। গত মাসের শুরু থেকেই দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির দুই তারকা অভিনেতার বিবাহ-বিচ্ছেদ নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছিল। অবশেষে সেই জল্পনাই সত্যি হল (Samantha Ruth Prabhu Naga Chaitanya Separation)। শনিবার আনুষ্ঠানিক ভাবে বিয়ে ভাঙার ঘোষণা করে দিলেন অভিনেত্রী সামান্থা রুথ (Samantha Ruth Prabhu) প্রভু ও নাগার্জুনের ছেলে (Nararjuna Son) অভিনেতা নাগা চৈতন্য (Naga Chaitanya) (Samantha Ruth Prabhu Naga Chaitanya Separation)। শনিবার বিকেলে যৌথ বিবৃতি দিয়ে ইনস্টাগ্রামে বিবাহ-বিচ্ছেদের ঘোষণা করেন সামান্থা ও চৈতন্য। বিকেলে যৌথ বিবৃতি দিয়ে ইনস্টাগ্রামে বিবাহ-বিচ্ছেদের ঘোষণা করেছেন সামান্থা ও চৈতন্য।
advertisement
advertisement
যৌথ বিবৃতিতে তাঁরা জানিয়েছেন, 'আমাদের সকল শুভানুধ্যায়ীদের শ্রদ্ধা জানিয়েই ঘোষণা করছি যে, আমি আর স্যাম (সামান্থা) স্বামী-স্ত্রী সম্পর্ক থেকে বেরিয়ে গিয়েছি। এবার আমাদের দুজনের পথ আলাদা। গত এক দশক ধরে আমরা আমাদের সম্পর্কে বন্ধুত্বকেই প্রাধান্য দিয়ে এসেছি। আমি অনুরোধ করছি সকলকে যে তাঁরা যেন এই কঠিন সময়ে আমাদের পাশে থাকেন। আপনাদের সমর্থনের জন্য অসংখ্য ধন্যবাদ।' উল্লেখ্য, চৈতন্যই প্রথম সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেন সামান্থার সঙ্গে তাঁর বিবাহ বিচ্ছেদের কথা। বলেন, 'বিচ্ছেদের পথে হাঁটলেও আমাদের বন্ধুত্ব চিরকাল বেঁচে থাকবে।'
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 04, 2021 9:44 AM IST