Mandira Bedi's Husband Passes Away: সদ্য বাবা হয়েছিলেন কন্যার, ৪৯ বছরে মারা গেলেন মন্দিরা বেদির স্বামী

Last Updated:

দুই ছেলে-মেয়েকে নিয়ে সুখেই কাটছিল দিন । বুধবার সকালে হৃদযন্ত্র বিকল (Cardiac Arrest) হয়ে অকাল মৃত্যু হয় মন্দিরা বেদির (Mandira Bedi) স্বামী, পরিচালক-প্রযোজক রাজ কৌশলের (Raj Kaushal) ।

#মুম্বই: মাত্র ৪৯ বছর বয়সে মারা গেলেন অভিনেত্রী মন্দিরা বেদির (Mandira Bedi) স্বামী পরিচালক রাজ কৌশল ( Raj Kaushal) । বুধবার সকালে হৃদযন্ত্র বিকল (Cardiac Arrest) হয়ে তাঁর অকাল মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে । তাঁদের পারিবারিক বন্ধু, অভিনেতা রোহিত রায় (Rohit Roy) সংবাদ সংস্থা পিটিআই-এর কাছে এই খবরের সত্যতা স্বীকার করেছেন । এ দিন সকালে নিজের বাড়িতেই ভোর সাড়ে ৪টে নাগাদ তিনি মারা যান বলে জানিয়েছেন রোহিত ।
পরিচালক অনির ট্যুইটারে শোকজ্ঞাপন করেছেন । তিনি লেখেন, ‘‘খুব তাড়াতাড়ি চলে গেল রাজ । খুবই দুঃখজনক । আমার প্রথম ছবির অন্যতম প্রযোজক ছিলেন রাজ । ‘মাই ব্রাদার নিখিল’ আমার প্রথম ছবি । উনি এমন একজন ছিলেন, যিনি আমাদের চিন্তাভাবনাকে সবসময় প্রশয় দিতেন । তাঁর আত্মার জন্য প্রার্থনা করি ।’’
advertisement
advertisement
প্রসঙ্গত, নব্বইয়ের দশক থেকে বিষের দশকের প্রথমভাগ, এই সময়টাতে বহু ছবি পরিচালকনা ও প্রযোজনা করেছেন রাজ । ২০০৬ সালে তাঁর শেষ পরিচালিত ছবি ছিল ‘অ্যান্টনি কৌন হ্যায়’। এই থ্রিলার ছবিটিতে অভিনয় করেছিলেন আরসাদ ওয়ার্সি ও সঞ্জয় দত্ত ।
View this post on Instagram

A post shared by Raj Kaushal (@rajkaushal)

advertisement
মাত্র দিন দুয়েক আগেই সোশ্যাল মিডিয়ায় বন্ধুদের সঙ্গে পার্টির ছবি দিয়েছিলেন রাজ । সাগরিকা ঘাটকে, নেহা ধুপিয়া, অঙ্গদ বেদি থেকে শুরু করে স্ত্রী মন্দিরা, দুই সন্তান, সকলেই উপস্থিত ছিলেন রবিবারের সেই মজার গেট-টুগেদারে ।
View this post on Instagram

A post shared by Raj Kaushal (@rajkaushal)

advertisement
১৯৯৯ সালের ১৪ ফেব্রুয়ারি অভিনেত্রী মন্দিরা বেদীর সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন রাজ । তাঁদের জুটি ছিল বলিউডের দীর্ঘমেয়াদি জুটি গুলির অন্যতম । ২০১১, ১৯ জুন ছেলে ভীরের জন্ম । এরপর গত বছর অক্টোবর মাসে ৪ বছরের কন্যা সন্তান তারা’কে নিজেদের পরিবারে নিয়ে আসেন মন্দিরা-রাজ । দুই ছেলেমেয়ে নিয়ে সুখে কাটছিল তাঁদের জীবন । হঠাৎই ছন্দপতন ।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Mandira Bedi's Husband Passes Away: সদ্য বাবা হয়েছিলেন কন্যার, ৪৯ বছরে মারা গেলেন মন্দিরা বেদির স্বামী
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে
  • সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর, ২০২৫ – ৫ অক্টোবর, ২০২৫

  • এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • দেখে নিন রাশি মিলিয়ে, জানাচ্ছেন চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement