Mandira Bedi: সদ্য স্বামী’কে হারিয়েছেন! এ বার নিজের বিলাসবহুল বাড়ি ভাড়া দিয়ে দিলেন মন্দিরা

Last Updated:

৪টি বেডরুম, ৫টি বাথরুম-সহ সি-ফেসিং সেই বাড়িটির ভাড়া প্রতি রাতে ৪২ হাজার টাকা । নবি মুম্বইয়ের এই বিলাসবহুল ভিলা ভাড়া দিচ্ছেন মন্দিরা (Mandira Bedi)।

#মুম্বই: সদ্য স্বামী’কে হারিয়েছেন ৪৯ বছরের বলি-অভিনেত্রী, জনপ্রিয় সঞ্চালিকা মন্দিরা বেদি (Mandira Bedi) । বুধবার সকালে হৃদযন্ত্র বিকল (Cardiac Arrest) হয়ে মৃত্যু হয় মন্দিরার স্বামী পরিচালক-প্রযোজক রাজ কৌশলের ( Raj Kaushal) । তাঁর বয়স হয়েছিল মাত্র ৪৯ বছর । নিজের বাড়িতেই ভোর সাড়ে ৪টে নাগাদ তিনি মারা যান । তাঁর এই অকাল মৃত্যুতে স্তম্ভিত, হতচকিত হয়ে হয়ে যায় বলিউড ।
মাত্র দিন দুয়েক আগেই সোশ্যাল মিডিয়ায় বন্ধুদের সঙ্গে পার্টির ছবি দিয়েছিলেন রাজ । সাগরিকা ঘাটকে, নেহা ধুপিয়া, অঙ্গদ বেদি থেকে শুরু করে স্ত্রী মন্দিরা, দুই সন্তান, সকলেই উপস্থিত ছিলেন রবিবারের সেই মজার গেট-টুগেদারে । আসলে চুটিয়ে মজা করে, উদযাপন করে, আনন্দ করে বাঁচতে চাইতেন মন্দিরা আর রাজ । সোশ্যাল মিডিয়ায় বারবার তার প্রতিচ্ছবি ভেসে উঠত মাঝেমধ্যেই । সে কারণেই ছুটি কাটানোর জন্য আস্ত একটা বাংলো কিনে রেখেছিলেন মন্দিরা । নবি মুম্বইয়ের মাধ দ্বীপে একেবারে সমুদ্রের কোলে রয়েছে এই বিলাসবহুল অ্যাপার্টমেন্টটি । শ্যুটিং, হলিডে, পার্টি, অবসর যাপন সবেতেই মন্দিরা আর রাজের পছন্দের ঠিকানা ছিল সেই বাংলোটি ।
advertisement
View this post on Instagram

A post shared by Raj Kaushal (@rajkaushal)

advertisement
advertisement
মার্কিন হোম রেন্টাল সংস্থা Airbnb-এর হাতে সেই ভিলাটি দিয়ে দিয়েছেন মন্দিরা । এ বছরের মার্চ মাসেই অভিজাত ওই বাংলোটি ভাড়া দেন তিনি । ৪টি বেডরুম, ৫টি বাথরুম-সহ সি-ফেসিং সেই বাড়িটির ভাড়া প্রতি রাতে ৪২ হাজার টাকা । তিনিই বলিউডের দ্বিতীয় সেলেব, যিনি নিজের বাড়ি ভাড়া দিলেন । প্রথম এ কাজ করেছিলেন শাহরুখ ও গৌরি খান । তাঁদের দিল্লির বাড়িটি পর্যটকদের জন্য ভাড়া দিয়েছেন ।
advertisement
‘শান্তি’ অভিনেত্রী প্রায় বছর ১৫ আগে তাঁর মায়ের সঙ্গে যৌথ ভাবে বাড়িটি কিনেছিলেন । আলিবাগের এই অ্যাপার্টমেন্টকে শ্যুটিংয়ের প্রয়োজনে ব্যবহার করতেন তাঁরা । সম্প্রতি গোটা বাড়িটি তাঁরা মেরামতি করে Airbnb-এর হাতে তুলে দিলেন ভাড়া দেওয়ার জন্য ।
View this post on Instagram

A post shared by Mandira Bedi (@mandirabedi)

advertisement
১৯৯৯ সালের ১৪ ফেব্রুয়ারি অভিনেত্রী মন্দিরা বেদীর সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন রাজ । তাঁদের জুটি ছিল বলিউডের দীর্ঘমেয়াদি জুটি গুলির অন্যতম । ২০১১, ১৯ জুন ছেলে ভীরের জন্ম । এরপর গত বছর অক্টোবর মাসে ৪ বছরের কন্যা সন্তান তারা’কে নিজেদের পরিবারে নিয়ে আসেন মন্দিরা-রাজ । দুই ছেলেমেয়ে নিয়ে সুখে কাটছিল তাঁদের জীবন । হঠাৎই ছন্দপতন ।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Mandira Bedi: সদ্য স্বামী’কে হারিয়েছেন! এ বার নিজের বিলাসবহুল বাড়ি ভাড়া দিয়ে দিলেন মন্দিরা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement