Home /News /entertainment /
ঐশ্বর্যর সমকামী ভিডিও ভাইরাল ! দেখুন ভিডিও

ঐশ্বর্যর সমকামী ভিডিও ভাইরাল ! দেখুন ভিডিও

representative image

representative image

  • Share this:
    #মুম্বই: এই মুহূর্তে শোরগোল পড়ে গিয়েছে ফিল্ম জগতে! বইছে ঝড়! বিষয়? ভাইরাল ঐশ্বর্যর সমকামী ভিডিও! মাথাটা গুলিয়ে গেল তো? কিন্তু, হালে এমন ঘটনা নিয়েই তোলপাড় শুরু হয়েছে বলিটাউনে! তবে যাঁর কথা বলা বলা হচ্ছে, তিনি ঐশ্বর্য রাই বচ্চন নন। সমকামী ভিডিও ভাইরাল হয়েছে তামিল বিগ বস-এর প্রতযোগী ঐশ্বর্য দত্তের। ভিডিওতে দেখা যাচ্ছে অন্য এক মহিলার গালে চুমু খাচ্ছেন ঐশ্বর্য দত্ত। শোনা যাচ্ছে, একটি বাংলা সিনেমার ক্লিপিংসে নাকী ওই দৃশ্য দেখা গিয়েছে। শুধু তাই নয়, সমুদ্র সৈকতেও এক মহিলার সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গিয়েছে ঐশ্বর্য দত্তকে। তবে কোন বাংলা সিনেমার ক্লিপিংস এটি,  সে বিষয়ে কিছু জানা যায়নি। দেখুন সেই ভিডিও-- এ'বিষয়ে কোনও মন্তব্য করেননি ঐশ্বর্য দত্ত। তবে তাঁর ভক্তরা দাবি করেছেন, ওই ভিডিওতে যাঁকে দেখা যাচ্ছে, তিনি ঐশ্বর্য দত্ত নন! পাশাপাশি ওই ভিডিওর সত্যতা নিয়েও অনেকে প্রশ্ন তুলছেন! তামিল সিনেমা ‘নকুল’ দিয়ে দক্ষিণী সিনেমা জগতে পা রাখেন ঐশ্বর্য দত্ত। বিষয়টি নিয়ে বিগ বস তামিলের নির্মাতারাও কোনও মন্তব্য করতে চাননি।
    First published:

    Tags: Aishwarya, Lesbian video, Viral

    পরবর্তী খবর