Kartik Aaryan|| শ্রদ্ধা কাপুর নয়, কার্তিক ‘সত্য’ আরিয়ানের কথা হচ্ছেন কিয়ারা আদবানি
- Published by:Shubhagata Dey
Last Updated:
Kartik Aaryan: কার্তিক আরিয়ানের (Kartik Aaryan) ছবি সত্যনারায়ণ কি কথার (Satyanarayan ki Katha) নাম পাল্টে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
#মুম্বই: সকলেই জানেন কার্তিক আরিয়ানের (Kartik Aaryan) ছবি সত্যনারায়ণ কি কথার (Satyanarayan ki Katha) নাম পাল্টে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্রথম প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার (Sajid Nadiadwala) সঙ্গে কাজ করছেন কার্তিক। নমহ পিকচারসের সঙ্গে এই ছবি যৌথভাবে প্রযোজনা করছেন নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন। তবে ছবির চমক অন্য জায়গায়। হ্যাঁ, অবশ্যই কার্তিক এই ছবির অন্যতম চমক। কিন্তু এই ছবি পরিচালনা করছেন জাতীয় পুরস্কার বিজয়ী সমীর বিদ্বানস (Sameer Vidwans)।
আসলে এই সত্যনারায়ণ নাম নিয়েই গোলমাল বেঁধেছে। অনেক নেটিজেনই না কি ক্ষুব্ধ হয়েছেন ঠাকুর দেবতার নাম নিয়ে ‘ছেলেখেলা’ করার জন্য। আর এতেই নড়েচড়ে বসেছেন ছবির পরিচালক ও প্রযোজক। মানুষের ভাবাবেগ নিয়ে তাঁরা খেলতে চান না- এই মর্মে সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতি দিয়েছেন সমীর। আর তাঁর কথাই আবার শেয়ার করেছেন ছবির নায়ক কার্তিকও।
advertisement
সমীর বলেছেন যে ছবির গল্প ও চিত্রনাট্যের মতো ছবির নামও একটি সৃষ্টিশীল প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হয়। কিন্তু সেটা যদি অনিচ্ছাকৃত ভাবে কারও অনুভূতি বা ভাবাবেগে আঘাত করে সেটা কাম্য নয়। তাই অনেক ভেবেচিন্তে ছবির নাম পাল্টে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ছবির নতুন নাম কী হবে সেটা খুব তাড়াতাড়ি জানিয়ে দেওয়া হবে।
advertisement
advertisement
ছবির নাম পাল্টে দেওয়ার পরে বলিউডে জোর গুঞ্জন ছিল যে এই ছবিতে কার্তিকের বিপরীতে থাকবেন শ্রদ্ধা কাপুর (Shraddha Kapoor)। সাজিদের প্রযোজনা সংস্থার প্রিয়পাত্রী হলেন শ্রদ্ধা। তাই এদিক-ওদিক না ঘুরে প্রথমে তাঁর কাছেই ছবির চিত্রনাট্য দেওয়া হয়। শ্রদ্ধার চরিত্র পছন্দ হয়েছে এবং তিনি মৌখিক সম্মতিও জানিয়েছেন এই খবরও ছড়িয়ে পড়ে। সাজিদ চেয়েছেন দর্শক তাঁর ছবিতে একটি ফ্রেশ জুটি দেখুক। তাই এই ছবির সিংহভাগ কার্তিকের হলেও বড় ভূমিকা থাকবে নায়িকারও।
advertisement
কিন্তু বলিউডের আবহাওয়া হল পাহাড়ের মতো, যা ক্ষণে ক্ষণে পাল্টে যায়। এই মুহূর্তে যেমন শোনা যাচ্ছে যে শ্রদ্ধা নয়, এই ছবিতে কার্তিকের বিপরীতে থাকবেন কিয়ারা আদবানি (Kiara Advani)। খবর সত্যি হলে ভুল ভুলাইয়া ২-এর (Bhool Bhulaiyaa 2) পর এটি কিয়ারা ও কার্তিকের দ্বিতীয় ছবি হবে!
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 06, 2021 2:33 AM IST