Kamal Haasan: দক্ষিণের সুপারস্টার লড়বেন কোয়েম্বাটোর থেকে, প্রতিপক্ষ বিজেপি-কংগ্রেস
- Published by:Subhapam Saha
- news18 bangla
Last Updated:
কোয়েম্বাটোরের দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন কমল হাসান৷ শুক্রবার ট্যুইটারে জানিয়ে দিলেন দক্ষিণের সুপারস্টার৷
#চেন্নাই: শিয়রে একুশের বিধানসভা ভোট৷ দ্রাবিড়ভূমের নির্বাচনে (Tamil Nadu Elections 2021) লড়ছেন দাক্ষিণাত্যের সুপারস্টার কমল হাসান (Kamal Haasan)৷ তাঁর আপামোর অনুরাগীদের মনে একটাই প্রশ্ন ছিল, মাক্কাল নিধি মাইয়াম (Makkal Needhi Maiam) সুপ্রিমো কোন কেন্দ্র থেকে লড়বেন? শুক্রবার ট্যুইটারে উত্তরটা দিয়ে দিলেন কমল হাসান৷ কোয়েম্বাটোরের দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি৷
তামিলনাড়ুর পাঁচটি নির্বাচনী কেন্দ্রের মধ্যে কোয়েম্বাটোর দক্ষিণ অন্যতম কেন্দ্র, যেখানে সম্মুখ সমরে নামবে বিজেপি-কংগ্রেস৷ কমল হাসানের এমএনএম এসে রাজনৈতিক লড়াইটা আরও জমিয়ে দিল৷ যদিও বিজেপি ও কংগ্রেস এখনও প্রার্থীর নাম ঘোষণা করেনি৷ তার আগেই কমল হাসান নিজের নামটা ঘোষণা করে দিলেন৷
மண், மொழி, மக்கள் காக்கும் போரில் கோவை தெற்கு தொகுதியில் களம் காண்கிறேன். வெல்லப் போவது நானல்ல. தமிழகம்.
— Kamal Haasan (@ikamalhaasan) March 12, 2021
advertisement
advertisement
এদিন কমল হাসান ট্যুইটারে লিখলেন, "আমার কাছে কোয়াম্বাটোরের লড়াইটা তামিলনাড়ুর ভূমি, ভাষা ও মানুষের জন্য৷ আমি জিতব না, জিতলে তামিলরা জিতবেন৷ আমার কোয়েম্বাটোরের সঙ্গে গভীর যোগ রয়েছে৷ যদি কঙ্গু (তামিলনাড়ুর কঙ্গু অঞ্চলের অংশ কোয়েম্বাটোর) ও তামিলরা থাকলেও, কঙ্গু অঞ্চল আজ দুর্নীতির সমার্থক৷"
আগামী ৬ এপ্রিল তামিলনাড়ুতে এক দফায় বিধানসভা নির্বাচন৷ ইতিমধ্যেই কমল হাসান করোনা টিকা নিয়ে লড়াইয়ে নেমে পড়েছেন৷ তামিলনাড়ুকে দুর্নীতিমুক্ত করার লক্ষ্যে ২০১৮ সালে নিজের দল তৈরি করেন কমল হাসান৷ ২০১৯ লোকসভা নির্বাচনে মাত্র ৪ শতাংশ ভোট পেয়েছিল তাঁর দল৷ এবারের বিধানসভা নির্বাচনে তামিলনাড়ুতে মোট ২৩৪টি আসনের মধ্যে এমএনএম ১৫৪টি আসনে লড়বে৷ এখন দেখার দ্রাবিড়ভূমের মানুষ তাঁর ভূমিপুত্রের কপালে কী লেখেন!
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 12, 2021 6:22 PM IST