Kamal Haasan: দক্ষিণের সুপারস্টার লড়বেন কোয়েম্বাটোর থেকে, প্রতিপক্ষ বিজেপি-কংগ্রেস

Last Updated:

কোয়েম্বাটোরের দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন কমল হাসান৷ শুক্রবার ট্যুইটারে জানিয়ে দিলেন দক্ষিণের সুপারস্টার৷

#চেন্নাই: শিয়রে একুশের বিধানসভা ভোট৷ দ্রাবিড়ভূমের নির্বাচনে (Tamil Nadu Elections 2021) লড়ছেন দাক্ষিণাত্যের সুপারস্টার কমল হাসান (Kamal Haasan)৷ তাঁর আপামোর অনুরাগীদের মনে একটাই প্রশ্ন ছিল, মাক্কাল নিধি মাইয়াম (Makkal Needhi Maiam) সুপ্রিমো কোন কেন্দ্র থেকে লড়বেন? শুক্রবার ট্যুইটারে উত্তরটা দিয়ে দিলেন কমল হাসান৷ কোয়েম্বাটোরের দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি৷
তামিলনাড়ুর পাঁচটি নির্বাচনী কেন্দ্রের মধ্যে কোয়েম্বাটোর দক্ষিণ অন্যতম কেন্দ্র, যেখানে সম্মুখ সমরে নামবে বিজেপি-কংগ্রেস৷ কমল হাসানের এমএনএম এসে রাজনৈতিক লড়াইটা আরও জমিয়ে দিল৷ যদিও বিজেপি ও কংগ্রেস এখনও প্রার্থীর নাম ঘোষণা করেনি৷ তার আগেই কমল হাসান নিজের নামটা ঘোষণা করে দিলেন৷
advertisement
advertisement
এদিন কমল হাসান ট্যুইটারে লিখলেন, "আমার কাছে কোয়াম্বাটোরের লড়াইটা তামিলনাড়ুর ভূমি, ভাষা ও মানুষের জন্য৷ আমি জিতব না, জিতলে তামিলরা জিতবেন৷ আমার কোয়েম্বাটোরের সঙ্গে গভীর যোগ রয়েছে৷ যদি কঙ্গু (তামিলনাড়ুর কঙ্গু অঞ্চলের অংশ কোয়েম্বাটোর) ও তামিলরা থাকলেও, কঙ্গু অঞ্চল আজ দুর্নীতির সমার্থক৷"
আগামী ৬ এপ্রিল তামিলনাড়ুতে এক দফায় বিধানসভা নির্বাচন৷ ইতিমধ্যেই কমল হাসান করোনা টিকা নিয়ে লড়াইয়ে নেমে পড়েছেন৷ তামিলনাড়ুকে দুর্নীতিমুক্ত করার লক্ষ্যে ২০১৮ সালে নিজের দল তৈরি করেন কমল হাসান৷ ২০১৯ লোকসভা নির্বাচনে মাত্র ৪ শতাংশ ভোট পেয়েছিল তাঁর দল৷ এবারের বিধানসভা নির্বাচনে তামিলনাড়ুতে মোট ২৩৪টি আসনের মধ্যে এমএনএম ১৫৪টি আসনে লড়বে৷ এখন দেখার দ্রাবিড়ভূমের মানুষ তাঁর ভূমিপুত্রের কপালে কী লেখেন!
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Kamal Haasan: দক্ষিণের সুপারস্টার লড়বেন কোয়েম্বাটোর থেকে, প্রতিপক্ষ বিজেপি-কংগ্রেস
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement