#মুম্বই: চলে গেলেন 'মকবুল'...! মস্তিষ্কের এক বিশেষ ধরনের ক্যান্সারে ২০১৮ সালে আক্রান্ত হন ইরফান, শেষমেশ লড়াইটা হেরেই গেলেন 'পান সিং তোমার', বুধবার সকালে মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ছেলে বাবিল, অয়ন আর স্ত্রী সুতপাকে রেখে চলে গেলেন ইরফান।
আবেগাপ্লুত স্ত্রী সুতপা, ছেলে বাবিল, অয়ন একট খোলা চিঠিতে লেখেন, ইরফানের মৃত্যুকে কীভাবে তাঁদের ব্যক্তিগত ক্ষতি বলবেন... গোটা বিশ্ব ইরফানকে নিজের করে নিয়েছে, ইরফানের চলে যাওয়া তাঁদের প্রত্যেকের ক্ষতি! তিনি লেখেন, '' আমি সবাইকে বলতে চাই, ইরফানের চলে যাওয়া ক্ষতি নয়, পাওনা। ও যা কিছু শিখিয়েছে, সেগুলো জীবনে বাস্তবায়ন করার সময়!'
সুতপা লেখেন, অদৃশ্যে থেকে ইরফান তাঁদের দুই ছেলে বাবিল এবং আয়ানকে পথ দেখিয়ে নিয়ে যাবেন। অদৃশ্যে থেকে মাঝ সমুদ্রে কোথায় নৌকা ডান দিকে ঘুরবে, কোথায় বাঁ দিকে যাবে, সবটাই ইরফান নিয়ন্ত্রণ করবেন।
From Sutapa, Babil and Ayaan... pic.twitter.com/djfdp5KxTL
— Irrfan (@irrfank) May 1, 2020
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।