মুক্তি পেল মাজিদ মাজিদি-র হিন্দি ছবি 'বিয়ন্ড দ্য ক্লাউডস'-এর দ্বিতীয় ট্রেলার
Last Updated:
আজ মুক্তি পেল, ইরানি পরিচালক মাজিদ মাজিদি-র হিন্দি ছবি 'বিয়ন্ড দ্য ক্লাউডস'-এর দ্বিতীয় ট্রেলার। প্রথম ট্রেলার ভাল সারা ফেলায় দ্বিতীয় ট্রেলার রিলিজ করার সিদ্ধান্ত নেয় ছবির প্রযোজনা সংস্থা- 'জি স্টুডিও' ও 'নম পিকচারস'।
#মুম্বই: আজ মুক্তি পেল, ইরানি পরিচালক মাজিদ মাজিদি-র হিন্দি ছবি 'বিয়ন্ড দ্য ক্লাউডস'-এর দ্বিতীয় ট্রেলার।
প্রথম ট্রেলার ভাল সারা ফেলায় দ্বিতীয় ট্রেলার রিলিজ করার সিদ্ধান্ত নেয় ছবির প্রযোজনা সংস্থা- 'জি স্টুডিও' ও 'নম পিকচারস'।
advertisement
দুই ভাই-বোন 'আমির' আর 'ঈশান'-এর জীবনযাপন, তাঁদের স্বপ্ন, স্বপ্নকে সত্যি করার লড়াই...রোজকার জীবনের এই নানা টানাপোড়েনকে কেন্দ্র করে ছবির চিত্রনাট্য। প্রযোজনা সংস্থার তরফ থেকে জানা যায়, '' ছোটছোট ইমোশন, পরিবারের বন্ধনকে ঘিরেই এই ছবি। রক্তের সম্পর্কই আসল সম্পর্ক নয়! ভালবাসা থেকেই গড়ে ওঠে সত্যিকারের সম্পর্ক-- এই মেসেজটাই তুলে ধরতে চেয়েছেন পরিচালক।"
advertisement
'আমির'-এর চরিত্রে দেখা যাবে নবাগত ঈশান খট্টরকে। 'তারা'-র চরিত্রে অভিনয় করছেন মালবিকা মোহানন। এটাই মালবিকার প্রথম হিন্দি ছবি।
'বিয়ন্ড দ্য ক্লাউডস'-এর সঙ্গীত পরিচালনা করেছেন এআর রেহমান, সিনেম্যাটোগ্রাফার অনীল মেহতা। হিন্দি ডায়ালগ লিখেছেন বিশাল ভরদ্বাজ।
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 26, 2018 3:51 PM IST