'আমার জন্য অপেক্ষা কর প্লিজ' ! ইরফানের এই পোস্টে আবেগে ভাসলো গোটা বলিউড
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
তিনি তাঁর ছবি 'অংরেজি মিডিয়াম'-এর প্রোমোশনে আসতে পারবেন না। তাই তাঁর ফ্যানেদের কাছে জানতে চেয়েছেন, তারা কি ইরফানের জন্য অপেক্ষা করবে ?
#মুম্বই: সামনেই মুক্তি পেতে চলেছে ইরফান খান আভিনীত ছবি 'অংরেজি মিডিয়াম'। ইরফান খান একটি ম্যাসেজ শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায় তার শুভাকাঙ্খি ও ফ্যানেদের জন্য। ইরফান লিখেছেন 'প্লিজ আমার জন্য অপেক্ষা কর !" তিনি তাঁর ছবি 'অংরেজি মিডিয়াম'-এর প্রোমোশনে আসতে পারবেন না। তাই তাঁর ফ্যানেদের কাছে জানতে চেয়েছেন, তারা কি ইরফানের জন্য অপেক্ষা করবে ? তবে ইরফানের এই ম্যাসেজ পাওয়ার সঙ্গে সঙ্গে আবেগে ভেসেছেন হৃতিক রোশন। তিনি ইরফানের পোস্টটি শেয়ার করে লিখেছেন, "এই ম্যাসেজটি হৃদয়ের খুব কাছের। ইরফান, আমার ভালবাসা আর প্রার্থণা তোমার সঙ্গেই রয়েছে। তুমি অসাধারণ। তোমার ছবি আমাদের কাছে খুব স্পেশাল। অপেক্ষায় রয়েছি।"
হৃতিকের পরেই ট্যুইট করেন শাহিদ কাপুর, "ইরফান আমরা তোমার অপেক্ষায় রয়েছি।" বরুন ধাওয়ান লিখেছেন, "এই ছবিটা অসাধারণ হতে চলেছে। আমরা তোমার অপেক্ষায় আছি ইরফান।" ইয়ামি গৌতম লেখেন, "ডিয়ার ইরফান স্যর, তুমি সব সময় আমাদের বিশ্বাস বাড়িয়েছ। তোমার নিজের কাজের দক্ষতায় সবার মন জিতেছ তুমি। তোমার এই ম্যাসেজ খুব কষ্টকর। তুমি সেরে ওঠো এই কামনা করি। তোমাকে অনস্ক্রিন দেখার জন্য আমি অপেক্ষায় রইলাম।" বলিউডের সকলে ভেসেছেন আবেগে। ইরফানের এই পোস্ট শেয়ার হয়েছে প্রচুর।
advertisement
This is so heartwarming . Irfan , my love and prayers are with you . U are amazing. And this one looks like a very very special film . Waiting for it . And like you said, waiting for you 🤗 https://t.co/q7xYjJuwBg
— Hrithik Roshan (@iHrithik) February 12, 2020
advertisement
advertisement
Waiting for you too @irrfank 🙌 https://t.co/E8tGkaTsz0
— Shahid Kapoor (@shahidkapoor) February 12, 2020
Dear Irrfan Sir, you have always reinstated our believe ,our faith ,in nothing but in our own talent & working with resilience ! Your message has our hearts brimming with emotions !We all wishing you a speedy recovery & can’t wait to watch you onscreen 😇 https://t.co/YojckA5skj
— Yami Gautam (@yamigautam) February 12, 2020
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 13, 2020 8:32 PM IST