ইন্টান্যাশনাল ডান্স ডে-তে মাইকেল জ্যাকসনকে স্মরণ হৃতিকের

Last Updated:

তখন তাঁর বয়স মাত্র ৮ ৷ বেড়ে উঠছেন ফিল্মি ফ্যামিলিতে ৷ তাঁর প্রভাবও পড়েছে তাঁর ওপর ৷ কিন্তু অভিনয় নয় ৷ বরং নাচেই তিনি বেশি স্বচ্ছন্দ্য ৷

#মুম্বই: তখন তাঁর বয়স মাত্র ৮ ৷ বেড়ে উঠছেন ফিল্মি ফ্যামিলিতে ৷ তাঁর প্রভাবও পড়েছে তাঁর ওপর ৷ কিন্তু অভিনয় নয় ৷ বরং নাচেই তিনি বেশি স্বচ্ছন্দ্য ৷ তাই তো এক পার্টিতে তিনি নেচে উঠলেন ৷ আর পার্টিতে উপস্থিত সবাই বাহবা দিলেন ৷ দেবেন নাই বা কেন ৷ তিনি যে হৃতিক ৷
১৯৮২ ৷ সবে মাইকেল জ্যাকসনের থ্রিলারের ভিডিও মুক্তি পেয়েছ ৷ হৃতিকও মাইকেলের পাগল ফ্যান ৷ তখন থেকেই নাচকে বেছে নিয়েছেন নিজের প্রথম প্রেম হিসেবে ৷ ছোট বয়সেই রপ্ত করেছেন মাইকেলের ডান্স স্টেপ ৷ আর পার্টিতে সেই নাচই তিনি নাচছেন ৷
advertisement
advertisement
Photo Courtesy: Instagram handle/Hrithik Roshan Photo Courtesy: Instagram handle/Hrithik Roshan
বিনয়ী হৃতিক যদিও বলছেন যে তাঁর সেই নাচ নাকি ননসেন্স ৷ শুধুমাত্র বাবা মা-ই তাকে উৎসাহ দিয়েছেন ৷ তবে ভাল বোঝাই যাচ্ছে যে সেই বয়স থেকেই তিনি নিজেকে তৈরি করেছেন ৷ নাচকে ভালবেসে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
ইন্টান্যাশনাল ডান্স ডে-তে মাইকেল জ্যাকসনকে স্মরণ হৃতিকের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement