শুধু অভিনয় নয়, নেচেও স্ক্রিন মাতাতে পারেন এই সব নায়িকারা

Last Updated:

আজ ইন্টারন্যাশনাল ডান্স ডে ৷ মর্ডান ব্যালের জনক জঁ জর্জস নুভেরের জন্মদিনে তাঁর স্মরণে পালিত হয় এই বিশেষ দিনটি ৷

#মুম্বই : আজ ইন্টারন্যাশনাল ডান্স ডে ৷ মর্ডান ব্যালের জনক জঁ জর্জস নুভেরের জন্মদিনে তাঁর স্মরণে পালিত হয় এই বিশেষ দিনটি ৷ বলিউডের এমন কিছু নায়িকা আছেন যারা নাচে প্রশিক্ষিতই শুধু নন, নাচ নিয়ে বেশ সিরিয়াস ৷ তবে স্ক্রিনে খুব বেশি নাচের সুযোগ এখনও পাননি তাঁরা ৷ দেখে নিন এমন নায়িকাদের ৷
পিঙ্ক, নাম শবানা বা জুড়ুয়া টু ছবির মাধ্যমে বলিউডে পরিচিতি পেয়েছেন তাপসী পান্নু ৷ এই নায়িকা যে নাচেও পটু সেটা কি জানা ছিল ? ভারতনাট্যমে প্রশিক্ষিত তাপসী ৷ ছোট থেকেই স্কুলের বিভিন্ন নাচের অনুষ্ঠানে অংশ নিতেন তিনি ৷
ছবি সৌজন্য-হার্ডলি অ্যাননিমাস কমিউনিকেশন ছবি সৌজন্য-হার্ডলি অ্যাননিমাস কমিউনিকেশন
advertisement
advertisement
বলিউডে তিনি পরিচিত দাপুটে অভিনেত্রী হিসেবে ৷ জেনে নিন, অভিনয় তো বটেই কথ্থক নাচে অনেককে পিছনে ফেলে দেবেন রিচা ৷ কারণ কথ্থক তিনি শিখছেন অনেক কম বয়স থেকে ৷ সঙ্গে শিখেছেন স্ট্রিট জ্যাজ ৷
ছবি সৌজন্য-হার্ডলি অ্যাননিমাস কমিউনিকেশন ছবি সৌজন্য-হার্ডলি অ্যাননিমাস কমিউনিকেশন
advertisement
রাধিকা আপ্তেও নাচে পাটু ৷ অন্যধারার ছবিতে যেমন নিজের এক জায়গা তৈরি করেছেন রাধিকা , তেমনই নাচের মঞ্চেও নিজেকে তৈরি করেছেন ৷ কথ্থক তো বটেই ,কনটেমপোরারি নাচ শিখে এসেছেন লন্ডন থেকে ৷ এখন শুধু অপেক্ষা ছবিতে কোন নাচের সিনের ৷ কারণ মোটের ওপর রাধিকা যে ধরেণর ছবিতে অভিনয় করেন, সেখানে নাচ বা গানের প্রাধান্য থাকে না ৷ আশা করা যায় নিজের প্রতিভা তুলে ধরার সুযোগ পাবেন রাধিকা ৷
advertisement
ছবি সৌজন্য-হার্ডলি অ্যাননিমাস কমিউনিকেশন ছবি সৌজন্য-হার্ডলি অ্যাননিমাস কমিউনিকেশন
নতুন প্রজন্মের নায়িকাদের মধ্যে কৃতী শ্যাননের কাজ অনেকেই পছন্দ করছেন ৷ বরেলি কি বরফি তার মধ্য অন্যতম ৷ কৃতী নাচতে ভালবাসেন ৷ স্ক্রিনে তাঁর নাচ দেখে সেটা তো বোঝা যায়, তবে জানেন তিনিও কথ্থক শিখেচেন ছোট থেকেই ৷ তাই বলিউড নম্বরে নিজেকে বেশ ভালভাবেই তৈরি করে ফেলেছেন কৃতী ৷
advertisement
ছবি সৌজন্য-ইনস্টাগ্রাম/কৃতী শ্যানন ছবি সৌজন্য-ইনস্টাগ্রাম/কৃতী শ্যানন
বাংলা খবর/ খবর/বিনোদন/
শুধু অভিনয় নয়, নেচেও স্ক্রিন মাতাতে পারেন এই সব নায়িকারা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement