শুধু অভিনয় নয়, নেচেও স্ক্রিন মাতাতে পারেন এই সব নায়িকারা
Last Updated:
আজ ইন্টারন্যাশনাল ডান্স ডে ৷ মর্ডান ব্যালের জনক জঁ জর্জস নুভেরের জন্মদিনে তাঁর স্মরণে পালিত হয় এই বিশেষ দিনটি ৷
#মুম্বই : আজ ইন্টারন্যাশনাল ডান্স ডে ৷ মর্ডান ব্যালের জনক জঁ জর্জস নুভেরের জন্মদিনে তাঁর স্মরণে পালিত হয় এই বিশেষ দিনটি ৷ বলিউডের এমন কিছু নায়িকা আছেন যারা নাচে প্রশিক্ষিতই শুধু নন, নাচ নিয়ে বেশ সিরিয়াস ৷ তবে স্ক্রিনে খুব বেশি নাচের সুযোগ এখনও পাননি তাঁরা ৷ দেখে নিন এমন নায়িকাদের ৷
পিঙ্ক, নাম শবানা বা জুড়ুয়া টু ছবির মাধ্যমে বলিউডে পরিচিতি পেয়েছেন তাপসী পান্নু ৷ এই নায়িকা যে নাচেও পটু সেটা কি জানা ছিল ? ভারতনাট্যমে প্রশিক্ষিত তাপসী ৷ ছোট থেকেই স্কুলের বিভিন্ন নাচের অনুষ্ঠানে অংশ নিতেন তিনি ৷
advertisement
advertisement
বলিউডে তিনি পরিচিত দাপুটে অভিনেত্রী হিসেবে ৷ জেনে নিন, অভিনয় তো বটেই কথ্থক নাচে অনেককে পিছনে ফেলে দেবেন রিচা ৷ কারণ কথ্থক তিনি শিখছেন অনেক কম বয়স থেকে ৷ সঙ্গে শিখেছেন স্ট্রিট জ্যাজ ৷
advertisement
রাধিকা আপ্তেও নাচে পাটু ৷ অন্যধারার ছবিতে যেমন নিজের এক জায়গা তৈরি করেছেন রাধিকা , তেমনই নাচের মঞ্চেও নিজেকে তৈরি করেছেন ৷ কথ্থক তো বটেই ,কনটেমপোরারি নাচ শিখে এসেছেন লন্ডন থেকে ৷ এখন শুধু অপেক্ষা ছবিতে কোন নাচের সিনের ৷ কারণ মোটের ওপর রাধিকা যে ধরেণর ছবিতে অভিনয় করেন, সেখানে নাচ বা গানের প্রাধান্য থাকে না ৷ আশা করা যায় নিজের প্রতিভা তুলে ধরার সুযোগ পাবেন রাধিকা ৷
advertisement
নতুন প্রজন্মের নায়িকাদের মধ্যে কৃতী শ্যাননের কাজ অনেকেই পছন্দ করছেন ৷ বরেলি কি বরফি তার মধ্য অন্যতম ৷ কৃতী নাচতে ভালবাসেন ৷ স্ক্রিনে তাঁর নাচ দেখে সেটা তো বোঝা যায়, তবে জানেন তিনিও কথ্থক শিখেচেন ছোট থেকেই ৷ তাই বলিউড নম্বরে নিজেকে বেশ ভালভাবেই তৈরি করে ফেলেছেন কৃতী ৷
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 29, 2018 1:26 PM IST