Holi 2021: মেয়ের ছবি কখনওই প্রকাশ্যে আনেন না অক্ষয় কুমার, হোলিতে সামনে এল নিতারা!

Last Updated:

ছেলে আরভ-ও প্রচারের আলো থেকে দূরেই থাকেন । পাপারাৎজিদের ধরাছোঁয়ার বাইরে দুই সন্তানকে মানুষ করতে চান আক্কি আর ট্যুইঙ্কল । সামনা-সামনি তাদের ছবি খুব একটা পোস্টও করেন না সোশ্যাল মিডিয়ায় ।

#মুম্বই: বলিটাউনের 'খিলাড়ি' অক্ষয় কুমার... তাঁর ঢিশুম-ঢিশুম মারে কুপোকাৎ ইয়া বড়-বড় ভিলেন! পর্দায় তাঁর মারকাটারি অ্যাকশন দেখে দর্শকাসনে সিটির চোটে কান ঠিক রাখা দায়। বাস্তব জীবনে ব্ল্যাক বেল্ট অক্ষয় কিন্তু নিতান্তই শান্ত মানুষ! টুইঙ্কল, মেয়ে নিতারা আর ছেলে আরভ-কে নিয়ে তাঁর মিষ্টি সংসার। কিন্তু এটা কী জানেন, পর্দায় যে অক্কিকে ডরায় তাবড় তাবড় গ্যাংস্টার, বাস্তবে সেই অক্ষয়কে নিজের খেলার সঙ্গী বানিয়ে ফেলেছে মেয়ে নিতারা ।
বাবা-মেয়ের দারুণ দোস্তি । মেয়ে যেন বাবা অক্ষয়ের নয়ণের মণি । মেয়েকে সারাক্ষণ চোখে হারান অক্ষয় । কখনও নিতারার সঙ্গে ওযার্কআউট, কখনও আবার তার চুল বেঁধে দেওয়া, কখনও নিতারার সঙ্গে ওয়াটার স্পোর্টস, কখনও নিতারার খেলার সঙ্গী হওয়া...অবসর থাকলে মেয়েকে নিয়ে সময় কেটে যায় খিলাড়ির ।
রঙের উৎসবেও মেতে উঠলেন মেয়ের সঙ্গে । নিতারার সঙ্গে হলুদ আবির মেখে ভূত হলেন নায়ক । সেই ছবিও শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায় । এমনিতে সচরাচর মেয়েকে ক্যামেরার সামনে আনেন না এই তারকা দম্পতি । ছেলে আরভ-ও প্রচারের আলো থেকে দূরেই থাকেন । পাপারাৎজিদের ধরাছোঁয়ার বাইরে দুই সন্তানকে মানুষ করতে চান আক্কি আর ট্যুইঙ্কল । সামনা-সামনি তাদের ছবি খুব একটা পোস্টও করেন না সোশ্যাল মিডিয়ায় ।
advertisement
advertisement
View this post on Instagram

A post shared by Akshay Kumar (@akshaykumar)

advertisement
তবে হোলির দিনের ব্যাপারটা একটু আলাদা । এই দিন অন্য দিনের চেয়ে অনেকটা স্পেশ্যাল । তাই রং মাখার পর বাবার সঙ্গে পোজ দিয়ে সেলফি তুলল নিতারা । সেই ছবি পোস্টও করা হল ইনস্টাগ্রামে । অন্যদিকে, হোলি উদযাপনে মায়ের সঙ্গে খেলায় মেতে উঠেছিল খুদে । ছোটবেলার সেই প্রিয় কাটাকুটি খেলা হল বাড়ির বাগানে । গাছের ডাল, ফুল আর ছোট নুড়ি দিয়েই প্রকৃতির মাঝে জমে উঠেছিল খেলা । সেই ভিডিও পোস্ট করলেন ট্যুইঙ্কল ।
advertisement
advertisement
সামনেই মুক্তি পাবে অক্ষয়ের পরবর্তী ছবি আনন্দ এল রাইয়ের ‘আতরঙ্গি রে’ । ছবিতে রয়েছেন সারা আলি কান ও ধনুশ । এ ছাড়াও ‘বেল বটম’, ‘বচ্চন পান্ডে’, ‘পৃথ্বীরাজ’, ‘সূর্যবংশী’, ‘রাখিবন্ধন’, ‘রাম সেতু’র মতো বিগ ব্যানারের একাধিক ছবি রয়েছে আক্কির পাইপ লাইনে ।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Holi 2021: মেয়ের ছবি কখনওই প্রকাশ্যে আনেন না অক্ষয় কুমার, হোলিতে সামনে এল নিতারা!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement