‘সঞ্জু’তে ভিকি কৌশল আসলে কার চরিত্রে অভিনয় করেছেন জানেন?
Last Updated:
প্রত্যাশার পারদ চড়ছিল ৷ প্রত্যাশা পূরণও হল যথাযথভাবেই ৷ ফ্লোরে আসতেই সুপার ডুপার হিট ‘সঞ্জু’ ৷ আর সমস্ত লাইম লাইটটা যিনি সফলভাবে কেড়ে নিয়েছেন তিনি তো অবশ্যই রণবীর কাপূর ৷ এতদিনে এই সমস্ত খবর একেবারে বস্তা পচা হয়ে গিয়েছে ৷
#মুম্বই: প্রত্যাশার পারদ চড়ছিল ৷ প্রত্যাশা পূরণও হল যথাযথভাবেই ৷ ফ্লোরে আসতেই সুপার ডুপার হিট ‘সঞ্জু’ ৷ আর সমস্ত লাইম লাইটটা যিনি সফলভাবে কেড়ে নিয়েছেন তিনি তো অবশ্যই রণবীর কাপূর ৷ এতদিনে এই সমস্ত খবর একেবারে বস্তা পচা হয়ে গিয়েছে ৷ তবে যে খবরটা এবার নজর কেড়েছে তা অবশ্য সঞ্জয়রূপী রণবীরকে নিয়ে নয় ৷ তাঁর ছায়া সঙ্গীকে নিয়ে ৷
পর্দায় এই চরিত্রে দেখা গিয়েছে ভিকি কৌশলকে ৷ ফাটিয়ে অভিনয় করে রণবীরের তুমুল সাফল্যের পরেও আলোচনার কেন্দ্রে একটু জায়গাও করে নিয়েছেন ভিকি ৷ কিন্তু জানেন কী, কে এই ভিকি কৌশল ? অর্থাৎ বাস্তবের কোন মানুষটির চরিত্রে অভিনয় করেছেন তিনি ?
advertisement
advertisement
‘সঞ্জু’ রিলিজের আগে ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া একটি সাক্ষাৎকারে ভিকি বলেছিলেন, পর্দায় তাঁর চরিত্রটি নাকি কোনও একটা মানুষের আদলে তৈরি নয় ৷ বরং সঞ্জয়ের ৪-৫জন খুব কাছের বন্ধুর চরিত্রকে একত্র করেই পর্দার কমলেশ কানহাইয়ালাল কাপাসিকে তৈরি করেছেন পরিচালক রাজকুমার হিরানি ৷
advertisement
তবে অন্য সকলের চেয়ে ভিকির চরিত্রের সঙ্গে সবচেয়ে বেশি মিল রয়েছে পরেশ ঘেলানির ৷ সঞ্জয়ের খুবই কাছের বন্ধু ছিলেন এই পরেশ ৷ এক সময় সঞ্জুর ছায়াসঙ্গী ছিলেন তিনি ৷ তাই তাঁর কথাই সবচেয়ে বেশি মাথায় রাখা হয়েছে কাপাসিকে তৈরি করার সময় ৷ পরেশ এই মুহূর্তে আমেরিকার লস এঞ্জেলসে থাকেন ৷ সেখানেই কাজ করেন তিনি ৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 02, 2018 11:46 AM IST