‘সঞ্জু’তে ভিকি কৌশল আসলে কার চরিত্রে অভিনয় করেছেন জানেন?

Last Updated:

প্রত্যাশার পারদ চড়ছিল ৷ প্রত্যাশা পূরণও হল যথাযথভাবেই ৷ ফ্লোরে আসতেই সুপার ডুপার হিট ‘সঞ্জু’ ৷ আর সমস্ত লাইম লাইটটা যিনি সফলভাবে কেড়ে নিয়েছেন তিনি তো অবশ্যই রণবীর কাপূর ৷ এতদিনে এই সমস্ত খবর একেবারে বস্তা পচা হয়ে গিয়েছে ৷

#মুম্বই: প্রত্যাশার পারদ চড়ছিল ৷ প্রত্যাশা পূরণও হল যথাযথভাবেই ৷ ফ্লোরে আসতেই সুপার ডুপার হিট ‘সঞ্জু’ ৷ আর সমস্ত লাইম লাইটটা যিনি সফলভাবে কেড়ে নিয়েছেন তিনি তো অবশ্যই রণবীর কাপূর ৷ এতদিনে এই সমস্ত খবর একেবারে বস্তা পচা হয়ে গিয়েছে ৷ তবে যে খবরটা এবার নজর কেড়েছে তা অবশ্য সঞ্জয়রূপী রণবীরকে নিয়ে নয় ৷ তাঁর ছায়া সঙ্গীকে নিয়ে ৷
পর্দায় এই চরিত্রে দেখা গিয়েছে ভিকি কৌশলকে ৷ ফাটিয়ে অভিনয় করে রণবীরের তুমুল সাফল্যের পরেও আলোচনার কেন্দ্রে একটু জায়গাও করে নিয়েছেন ভিকি ৷ কিন্তু জানেন কী, কে এই ভিকি কৌশল ? অর্থাৎ বাস্তবের কোন মানুষটির চরিত্রে অভিনয় করেছেন তিনি ?
কমলেশ কানহাইয়ালাল কাপাসির চরিত্রে ভিকি কৌশল ৷ ছবি: ট্যুইটারের সৌজন্যে ৷ কমলেশ কানহাইয়ালাল কাপাসির চরিত্রে ভিকি কৌশল ৷ ছবি: ট্যুইটারের সৌজন্যে ৷
advertisement
advertisement
‘সঞ্জু’ রিলিজের আগে ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া একটি সাক্ষাৎকারে ভিকি বলেছিলেন, পর্দায় তাঁর চরিত্রটি নাকি কোনও একটা মানুষের আদলে তৈরি নয় ৷ বরং সঞ্জয়ের ৪-৫জন খুব কাছের বন্ধুর চরিত্রকে একত্র করেই পর্দার কমলেশ কানহাইয়ালাল কাপাসিকে তৈরি করেছেন পরিচালক রাজকুমার হিরানি ৷
advertisement
তবে অন্য সকলের চেয়ে ভিকির চরিত্রের সঙ্গে সবচেয়ে বেশি মিল রয়েছে পরেশ ঘেলানির ৷ সঞ্জয়ের খুবই কাছের বন্ধু ছিলেন এই পরেশ ৷ এক সময় সঞ্জুর ছায়াসঙ্গী ছিলেন তিনি ৷ তাই তাঁর কথাই সবচেয়ে বেশি মাথায় রাখা হয়েছে কাপাসিকে তৈরি করার সময় ৷ পরেশ এই মুহূর্তে আমেরিকার লস এঞ্জেলসে থাকেন ৷ সেখানেই কাজ করেন তিনি ৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
‘সঞ্জু’তে ভিকি কৌশল আসলে কার চরিত্রে অভিনয় করেছেন জানেন?
Next Article
advertisement
Nipah Virus Scare: নিপা নিয়ে আশঙ্কা, আট শয্যার ওয়ার্ড প্রস্তুত রাখা হল বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে!
নিপা নিয়ে আশঙ্কা, আট শয্যার ওয়ার্ড প্রস্তুত রাখা হল বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে!
  • নিপা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসার জন্য নিজেদের প্রস্তুত রাখছে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল। ইতিমধ্যেই নিপা ভাইরাসের উপসর্গ রয়েছে এমন একজন রোগী ভর্তি হয়েছেন এই হাসপাতালে। এরপর আরও রোগী এলে তাঁদের চিকিৎসার জন্য পরিকাঠামো তৈরি রাখা হচ্ছে বলে হাসপাতাল সূত্রে খবর মিলেছে।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement