শুধু বোল্ড ফোটোশ্যুট নয়, এবার বলিউডে পা রাখছেন হাসিন জাহান

Last Updated:

শামি অধ্যায় শেষ ৷ এবার শুরু নতুন জীবনের ৷ আবারও নিজের পুরনো পেশায় ফিরে গিয়েছেন ক্রিকেটার মহম্মদ শামির স্ত্রী হাসিন জাহান ৷ বোল্ড ফোটোশুট করেছেন, ফটোশুটের ভিডিও-ও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায় ৷

#কলকাতা: শামি অধ্যায় শেষ ৷ এবার শুরু নতুন জীবনের ৷ আবারও নিজের পুরনো পেশায় ফিরে গিয়েছেন ক্রিকেটার মহম্মদ শামির স্ত্রী হাসিন জাহান ৷ বোল্ড ফোটোশ্যুট করেছেন, ফটোশ্যুটের ভিডিও-ও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায় ৷ ভাইরাল সেই ভিডিওতে দেখা যাচ্ছে, বেশ খোলামেলা পোশাক পরে ক্যামেরার সামনে পোস্ট দিচ্ছেন তিনি ৷
এবার অবশ্য একেবারে হাতে গরম খবর ৷ শুধু এইটুকুতেই ক্ষান্ত হবেন না তিনি ৷ জানা গিয়েছে, খুব শীঘ্রই বলিউডের চৌকাঠে পা দিতে চলেছেন তিনি ৷ এবার হাসিনকে দেখা যাবে বড় পর্দাতেও ৷ সম্প্রতি ডিএনএ-কে দেওয়া একটি সাক্ষাৎকারে হাসিন জানিয়েছেন, ছবির বিষয়ে পরিচালকের সঙ্গে কথাবার্তাও প্রায় পাকা হয়ে গিয়েছে ৷ সব ঠিকঠাক থাকলে আমজাদ খানের ‘ফতোয়া’ ছবিতে দেখা যাবে তাঁকে ৷ ওই সাক্ষাৎকারে হাসিন বলেন, ‘‘আমি আর আমার মেয়ের বেঁচে থাকার জন্য কিছু একটা করতেই হত ৷ আইনি লড়াই চালিয়ে নিয়ে যেতেও আমার টাকার দরকার ৷’’
advertisement
advertisement
কেমন সেই ছবি ৷ তা নিয়েও মুখ খুললেন হাসিন ৷ ‘‘এই ছবিটা রায়টের উপর ভিত্তি করে তৈরি ৷ দু’জন শিল্পীর চরিত্র রয়েছে এই ছবিটায় ৷ একজন হিন্দু, অন্যজন মুসলিম সম্প্রদায়ভুক্ত,’’ বললেন ছবির অন্যতম একটি চরিত্র হাসিন ৷
advertisement
কয়েক মাস আগে ক্রিকেটার স্বামী মহম্মদ শামির ‘বিবাহ বহির্ভূত সম্পর্ক’কে প্রকাশ্যে এনে শিরোনামে এসেছিলেন হাসিন জাহান। স্বামী এবং শ্বশুরবাড়ির বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছিলেন। সেই ঝামেলা আদালত পর্যন্ত গড়িয়েছে ৷ এমনকী গোটা দেশের মিডিয়ায় তখন চর্চার বিষয় ছিল মহম্মদ শামি এবং হাসিন জাহানের সম্পর্ক ৷
এবার সেই তিক্ততা সরিয়ে এগিয়ে যাওয়ার পালা ৷ জীবন থেমে থাকে না... হয়তো সেই মন্ত্রই শিখছেন শামি-পত্নী ৷
advertisement
বাংলা খবর/ খবর/বিনোদন/
শুধু বোল্ড ফোটোশ্যুট নয়, এবার বলিউডে পা রাখছেন হাসিন জাহান
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement