#মুম্বই: খুশিতে ডগমগ সলমন খান! আনন্দ আর ধরে না! খুশিতে ঝলমলাচ্ছে গোটা খান পরিবারই ! বাড়িতে নতুন অতিথি আসছে বলে কথা!
মা হতে চলেছেন সলমনের বোন অর্পিতা খান। দ্বিতীয় সন্তানের জন্ম দিতে চলেছেন অর্পিতা, আয়ুশ শর্মা। দ্বিতীয়বার মামা হতে চলেছেন 'ভাইজান'! IIFA Awards 2019-এর রেড কার্পেটে একটি সাক্ষাৎকারের সময়ই এই সুখবরটি দেন খোদ আয়ুশ। জানান, ''আমি আর অর্পিতা আমাদের দ্বিতীয় সন্তানের আগমনের দিন গুনছি!''
২০১৪ সালে, ১৮ নভেম্বর হায়দরাবাদের ফলকনামা প্যালেসে গাটছড়া বাঁধেন অর্পিতা ও আয়ুশ। ২০১৬ সালে তাঁদের প্রথম সন্তান আহিলের জন্ম হয়।
২০১৮ সালে 'লাভরাত্রি' ছবি দিয়ে বলিটাউনে পা রাখেন আয়ুশ। একটি সাক্ষাৎকারে তিনি মজা করে বলেন, '' প্রথম প্রথম সলমন খান অনেক টিপস দিতেন! কিন্তু এখন তো একবছর পেরিয়ে গিয়েছে, আর টিপস দেন না!''