#মুম্বই: সিক্স প্যাক অ্যাবস ৷ সুঠাম চেহারা ৷ পুরুষত্ব ঝরে পড়ছিল গোটা শরীর থেকে ৷ মেয়েরা দেখলে ঝাঁপিয়ে পড়ত মডেল গৌরব অরোরার ওপর ৷ কিন্তু এমন কী ঘটল হঠাৎ, যে মেয়েদের মধ্যমণি গৌরব হয়ে গেলেন গৌরী !
গপ্পোটা হল, ছিলেন ছেলে হয়ে গেলেন মেয়ে ৷ মডেল হিসেবে বেশ জনপ্রিয় ছিলেন মডেল গৌরব অরোরা ৷ এসেছিলেন স্প্লিটভিলা শোতেও ৷ কিন্তু তারপরই গায়েব গৌরব ৷ ফিরে এলেন অবশ্য, তবে গৌরব নয় বরং সুন্দরী ললনা গৌরী অরোরা হয়ে ৷ ছিমছাম চেহারা৷ বলিষ্ঠ স্তনযুগল ৷ সব মিলিয়ে পুরো ডিভা !
সেই গৌরীই আবার ফিরছেন টিভি শোতে ৷ এমটিভিতে শুরু হওয়া ইন্ডিয়ান নেক্সট টপ মডেল সিজিনে দেখা যাবে তাঁকে ৷ সংবাদ মাধ্যমকে গৌরব ওরফে গৌরী জানিয়েছেন, ‘আমি ভিতর থেকে নিজেকে মেয়ে মনে করি ৷ আর মেয়ে হিসেবেই গোটা জীবনটা কাটাকে চাই ৷ ’