হোম /খবর /বিনোদন /
জেএনইউ কাণ্ডে গর্জে উঠল মুম্বই, গানে গেয়ে প্রতিবাদ বলিউড তারকাদের

জেএনইউ কাণ্ডে গর্জে উঠল মুম্বই, গানে গেয়ে প্রতিবাদ বলিউড তারকাদের

কোনও স্লোগান নয়, রাজপথে লম্বা মিছিল নয়

  • Last Updated :
  • Share this:

#মুম্বই: রাত বাড়তে লাগল ৷ তবুও থামল না প্রতিবাদ ৷ গেটওয়ে অফ ইন্ডিয়ার সামনে একজোট হয়ে জেএনইউ কাণ্ডে সরব হলেন একদল পড়ুয়া, সাধারণ মানুষ৷ প্রতিবাদে গর্জে উঠলেন বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ, বিশাল ভরদ্বাজ, অনুভব সিনহা, জোয়া আখতার, রীমা কাগতি, তাপসী পন্নু ! গান গানইলেন জনপ্রিয় গীতিকার স্বনন্দ কিরকিরে ৷

তবে এই প্রতিবাদ একেবারেই অহিংস ৷ কোনও স্লোগান নয়, রাজপথে লম্বা মিছিল নয়, বরং সুধীর মিশ্রা পরিচালিত বলিউডের অত্যন্ত জনপ্রিয় ছবি ‘হাজারো খোওয়াইশে অ্যায়সি’র জনপ্রিয় গান ‘বাওরা মন’ গেয়ে প্রতিবাদকে এগিয়ে নিয়ে গেলেন বলিউডের জনপ্রিয় গীতিকার স্বনন্দ কিরকিরে ৷ অংশ নিলেন প্রতিবাদে সামিল হওয়া অন্যান্য বলিউড সেলেবরাও ৷

মুম্বইয়ের সেই রাতের প্রতিবাদ ইতিমধ্যেই সারা ফেলেছে সোশ্যাল মিডিয়ায় ৷ ভাইরাল হয়েছে অনুরাগ কাশ্যপ, বিশাল ভরদ্বাজ, অনুভব সিনহা, জোয়া আখতার ও রীমা কাগতির সেই ভিডিও ৷

রবিবার সন্ধেয় দলবেঁধে জেএনইউয়ের তিনটি গার্লস হস্টেলে ঢুকে তাণ্ডব চালায় দুষ্কৃতীরা। মাথা ফেটেছে ছাত্র সংসদের সভাপতি ঐশী ঘোষের। এবার সেই ঐশী -সহ ১৯ জন পড়ুয়াদের বিরুদ্ধে এফআইআর দায়ের দিল্লি পুলিশের। JNU-তে ৪ জানুয়ারি সার্ভার রুম ভাঙচুর ও নিরাপত্তারক্ষীদের উপর হামলার অভিযোগ। নষ্ট করেছে ক্যাম্পাসের সম্পত্তি। JNU-তে তাণ্ডবে পাল্টা দিল্লি পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগে মামলা। স্বতঃপ্রণোদিত তদন্তের আবেদন।

জেনইউ-এ পড়তে যাওয়ার পরেই রাজনীতিতে হাতেখড়ি দুর্গাপুরের মেয়ের। গত বছর জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভাপতি নির্বাচিত হন দুর্গাপুরের মেয়েটি। দেশ শুনেছিল বাঙালি মেয়ের লড়াইয়ের ডাক। রবিবার রাতে রক্তাক্ত হন ঐশী। হস্টেলে দুষ্কৃতীদের তাণ্ডবে মাথা ফেটেছে তাঁর।

ঐশীর স্কুলজীবন দুর্গাপুরেই। বরাবর মেধাবী। গ্র্যাজুয়েশন করতে যান জেএনইউতে। বাম আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন বাবা। বাড়িতে রাজনীতি নিয়ে তর্ক-বিতর্ক ছিলই। জেএনইউতে গিয়েই সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেয়েটির রাজনীতিতে হাতেখড়ি।

ঐশীর জন্য চিন্তা আছে। সঙ্গে তাঁর দিদিমার গলাতেও লড়াইয়ের সুর।

বামপন্থী পরিবারের মেয়ে। লড়াইয়ের রাস্তায় বারবার হেঁটেছেন ঐশী। রক্তে ভিজে গিয়েও ভেঙে পড়েননি।

Published by:Akash Misra
First published:

Tags: Bollywood, JNU, JNU University, Protest