স্বয়ম্বরে নিজের তিন বোনের সঙ্গে বিবাহ বাসরে সীতা, অতীতের বিরল ছবি শেয়ার করলেন দীপিকা

Last Updated:

সীতা, ঊর্মিলা, মাণ্ডবী আর শ্রুতকীর্তি । চার বোনের প্রত্যেকেই বধূ বেশে সজ্জিত । বরমালা হাতে নিয়ে নিজের নিজের ভাগ্য বেছে নেওয়ার অপেক্ষায় রয়েছেন তাঁরা ।

#মুম্বই: দীপিকা চিখালিয়া তাঁর আসল নাম হতে পারে, কিন্তু আমসুদ্রহিমাচল তাঁকে অন্য একটি নামে ডাকতেই বেশি পছন্দ করে । তিনি পর্দার সীতা । দূরদর্শনের বিখ্যাত সেই ‘রামায়ণ’-র রাম ভার্যা সীতা তিনি ।
এখন দীপিকার বয়স ৫৪ । কিন্তু এখনও তাঁর মুখে লেগে রয়েছে পুরনো সেই লাবণ্যের ছটা । সোশ্যাল মিডিয়ায় প্রয়শই নিজের ছবি-ভিডিও শেয়ার করেন অভিনেত্রী । কখনও বা স্মৃতি রোমন্থন করতে করতে ফিরে যান অতীতে । আর সেই অতীত ঘাঁটলেই উঠে আসে ফেলে আসে কিছু মণিমাণিক্য ।
advertisement
advertisement
এ বার দীপিকা শেয়ার করলেন নিজের তিন বোনের সঙ্গে পর্দার সীতার ছবি । ছবিটি সীতা স্বয়ম্বরের । সীতা, ঊর্মিলা, মাণ্ডবী আর শ্রুতকীর্তি । চার বোনের প্রত্যেকেই বধূ বেশে সজ্জিত । বরমালা হাতে নিয়ে নিজের নিজের ভাগ্য বেছে নেওয়ার অপেক্ষায় রয়েছেন তাঁরা । এই ছবি শেয়ার করে দীপিকা লিখলেন, ‘বোনরা সবাই অপেক্ষা করে রয়েছে... তাঁরা একই অ্যাম্বোলিক্যাল কর্ডে যুক্ত, তবু তাঁরা কত আলাদা, আর তাঁদের জীবনও...।’
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
স্বয়ম্বরে নিজের তিন বোনের সঙ্গে বিবাহ বাসরে সীতা, অতীতের বিরল ছবি শেয়ার করলেন দীপিকা
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement