Sameera Reddy Covid+: ক্রমশ বড় হচ্ছে তালিকা, এবার করোনা আক্রান্ত সমীরা রেড্ডি!

Last Updated:

নায়িকা গত শুক্রবার অর্থাৎ ১৬ এপ্রিল করোনা (Covid-19) পজিটিভ হয়েছেন বলে খবর। নিজের সোশ্যাল মিডিয়া পেজে করোনা আক্রান্ত হওয়ার খবর শেয়ার করেছেন অভিনেত্রী।

#মুম্বই: বলিউডে করোনাভাইরাসের (Coronavirus in Bollywood) থাবা অব্যাহত। রবিবারই অভিনেতা নীল নীতিন মুকেশ-সহ গোটা পরিবারের করোনা হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। এবার অভিনেত্রী সমীরা রেড্ডিও (Sameera Reddy) ঢুকে পড়লেন সেই তালিকায়। নায়িকা গত শুক্রবার অর্থাৎ ১৬ এপ্রিল করোনা (Covid-19) পজিটিভ হয়েছেন বলে খবর। নিজের সোশ্যাল মিডিয়া পেজে করোনা আক্রান্ত হওয়ার খবর শেয়ার করেছেন অভিনেত্রী।
'দে দনা দন' অভিনেত্রী নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, 'গতকাল আমি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছি। আমরা সবাই ভালো আছি এবং ঈশ্বরের আশীর্বাদে সব রকম সাবধানতা নিচ্ছি। শাশুড়িও করোনা পজিটিভ হয়েছেন এবং আলাদা রয়েছেন। যতদিন না সুস্থ হচ্ছি ততদিন বাড়িতেই কোয়ারান্টিনে রয়েছি আমরা। আমি জানি আমার ফ্যানেরা আমার মুখে হাসি ফোটাবে। এই সময়টা শক্তিশালী ও পজিটিভ থাকতে হবে আমাদের। একসঙ্গে রয়েছি এবং সতর্ক রয়েছি।' সঙ্গে হাতজোর করা একটি ইমোজি শেয়ার করেছেন অভিনেত্রী।
advertisement
সমীরার পোস্ট। সমীরার পোস্ট।
advertisement
২০০২ সালে সোহেল খানের সঙ্গে 'ম্যায়নে দিল তুঝকো দিয়া' ছবিতে বলিউডে অভিষেক করেছিলেন সমীরা। এর পর 'ডরনা মানা হ্যায়', 'মুসাফির', 'ট্যাক্সি নম্বর ৯২১১', 'দে দনা দন', 'রেস' ও 'তেজ'-এর মতো ছবিতে কাজ করেছেন তিনি। ২০১৪ সালে অক্ষয় ভার্দের সঙ্গে বিয়ে করেছিলেন তিনি। এখন সান্স ও নীরা নামের দুই সন্তানের মা তিনি। দীর্ঘদিন অভিনয় জগতে না দেখা গেলেও, সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট সক্রিয় তিনি।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Sameera Reddy Covid+: ক্রমশ বড় হচ্ছে তালিকা, এবার করোনা আক্রান্ত সমীরা রেড্ডি!
Next Article
advertisement
Ajker Rashifal | Horoscope Today: রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ
  • রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫

  • দেখে নিন আপনার আজকের দিন কেমন যাবে?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement