মা হারা হলেন নানা পাটেকর, মুম্বইয়ে সম্পন্ন হল শেষকৃত্য
Last Updated:
#মুম্বই: বর্ষীয়ান বলি অভিনেতা নানা পাটেকরের মা নির্মলা পাটেকর প্রয়াত ৷ বয়স হয়েছিল ৯৯ বছর। গতকাল মুম্বইয়ে মারা যান নির্মলাদেবী।
আজ শেষকৃত্য সম্পন্ন করেন নানা। মুম্বইয়ের ওয়াশিয়ারা ঘাটে শেষকৃত্য়ের কাজ হয়। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, গতকাল বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নানা পাটেকরের মা। সেই সময় বাড়িতে ছিলেন না নানা। খবর পেয়ে ছুটে আসেন তিনি।
সম্প্রতি #MeToo মুভমেন্টে তনুশ্রী দত্তর অভিযোগের জেরে শিরোনামে এসেছিলেন নানা। তার জেরে কাজও হারিয়েছেন তিনি। এই মুহূর্তে নানার হাতে কোনও কাজ নেই বলেই শোনা যাচ্ছে। এর মাঝে মাকে হারানোয় নানা অনেকটাই ভেঙে পড়েছেন বলে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে ঘনিষ্ঠরা জানিয়েছেন।
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 29, 2019 8:05 PM IST